অনড় আইসিসি, বদল আসছে না বেলে

ছবি: ছবিঃ সংগৃহীত

|| ডেস্ক রিপোর্ট ||
বিশ্বকাপ চলাকালীন সময়ে উইকেটের বেল পরিবর্তন করা হবে না বলে জানিয়ে দিয়েছে ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা আইসিসি। সংস্থাটির এক মুখপাত্র নিশ্চিত করেছেন টুর্নামেন্টের নিরপেক্ষতা বজায় রাখার জন্য এখনই কোনও সিদ্ধান্ত নেয়া হচ্ছে না।
এবারের বিশ্বকাপে উইকেটে বল লাগার পরেও বেল না পড়ার একাধিক ঘটনা ঘটেছে। সেই কারণে বিষয়টি নিয়ে মুখ খুলেছেন সাবেক ক্রিকেটাররাও। ভারত এবং অস্ট্রেলিয়ার মধ্যকার ম্যাচটিতে জাসপ্রিত বুমরাহর করা একটি বল ডেভিড ওয়ার্নারের স্ট্যাম্পে লাগলেও বেল পড়েনি। পরবর্তীতে ম্যাচ শেষে এই বিষয় নিয়ে ক্ষোভ দেখান ভারতীয় দলপতি ভিরাট কোহলি। তবে এত কিছুর পরও বেল পরিবর্তনের পক্ষে নয় আইসিসি,

'আমরা প্রতিযোগিতার মাঝপথে কোনও রদ বদল ঘটাব না। কারণ, তাতে প্রতিযোগিতার নিরপেক্ষতা নষ্ট হয়ে যাবে। প্রতিযোগিতায় অংশ নেওয়া ১০টি দল একই সরঞ্জামে খেলবে। ৪৮টি ম্যাচে একই সরঞ্জাম ব্যবহার করা হবে। এখন বেশ কয়েকটি ম্যাচ হয়ে যাওয়ার পরে এই ভাবে কিছু বদল করা যায় না। তাতে সব দলের প্রতি সুবিচার করা হবে না,' বলেছেন আইসিসির সেই মুখপাত্র।
দীর্ঘ দিন থেকে একই ধরণের বেল দিয়ে খেলা হচ্ছে ম্যাচগুলোতে। বিশ্বকাপ ছাড়াও অন্যান্য আইসিসি টুর্নামেন্টগুলোতেও একই বেল ব্যবহার করা হচ্ছে। সেই কারণেই নতুনত্ব আনতে চাইছে না আইসিসি, জানিয়েছেন আইসিসির এই মুখপাত্র। তাঁর ভাষ্যমতে,
'গত চার বছর ধরে একই স্টাম্প এবং বেল ব্যবহার করা হচ্ছে ক্রিকেটে। ২০১৫ সালের বিশ্বকাপের পর থেকে সমস্ত আইসিসি প্রতিযোগিতা এবং ঘরোয়া ক্রিকেটেও একই বেল ব্যবহার করা হয়েছে। তার মানে, প্রায় হাজার ম্যাচে একই রকম বেল থেকেছে। এই নিয়ে কথা আগেও উঠেছে। কিন্তু ঘটনা হল, উইকেট ভাঙতে হলে একটু জোরেই বল লাগতে হবে উইকেটে।'
সূত্র- আনন্দবাজার