তারপরও আত্মবিশ্বাসী প্রোটিয়া শিবির

ছবি: ছবিঃ সংগৃহীত

|| ডেস্ক রিপোর্ট ||
টানা তিন ম্যাচ হারার পর বৃষ্টির কারণে উইন্ডিজদের বিপক্ষে ম্যাচটি পরত্যাক্ত হয়েছে দক্ষিণ আফ্রিকার। বিশ্বকাপে এমন অবস্থায় ব্যাকফুটে আছে ফাফ ডু প্লেসের দল। কিন্তু তারপরও আত্মবিশ্বাসী প্রোটিয়ারা দলের ক্রিকেটাররা।
বিশ্বকাপের সেমিফাইনালে জায়গা করে নিতে হলে হাতে থাকা পাঁচ ম্যাচের পাঁচটিতেই জিততে হবে ফাফ ডু প্লেসিসের দলকে। সামনের ম্যাচগুলোতে জয়ের ব্যাপারে আত্মবিশ্বাসী অবশ্য দক্ষিণ আফ্রিকা।
এখন পর্যন্ত দক্ষিণ আফ্রিকর দল হিসেবে যেমন খেলা প্রয়োজন ছিল সেই খেলাটা খেলতে পারে নি। তাই ফাফ ডু প্লেসিস আশাবাদী আফগানিস্তানের বিপক্ষে ম্যাচ দিয়ে ঘুরে দাঁড়াবে তাঁর দল।

দলের সবাই আত্মবিশ্বাসী অবস্থায় আছে। সবাই বিশ্বকাপকে উপভোগ করছে। আমরা ঘুরে দাঁড়ানোর ব্যাপারে আত্মবিশ্বাসী।
তবে আমাদের এখন পর্যন্ত যেমন পারফর্ম করার কথা ছিল আমরা সেটা করতে পারিনি। আশা করছি আফগানিস্তানের বিপক্ষে ছেলেরা তাঁদের সেরাটা দিবে।
১৫ তারিখ বিশ্বকাপে নিজেদের প্রথম জয় তুলে নেয়ার লক্ষ্যে আফগানিস্তানের বিপক্ষে মাঠে নামবে ফাফ ডু প্লেসিসের দল। কার্ডিফে বাংলাদেশ সময় সন্ধ্যা সাড়ে ছয়টায় শুরু হবে ম্যাচটি।