ইংল্যান্ড যাচ্ছেন রিশাভ পান্ত

ছবি: ছবিঃ সংগৃহীত

|| ডেস্ক রিপোর্ট ||
ইংল্যান্ডের বিমান ধরছেন ভারতের উইকেটরক্ষক ব্যাটসম্যান রিশাভ পান্ত। বৃহস্পতিবার সকালে তাঁর ইংল্যান্ডের উদ্দেশ্যে দেশ ছাড়ার কথা রয়েছে।
ভারতীয় ক্রিকেট বোর্ড সর্বাত্মক চেষ্টা চালিয়ে যাচ্ছে তাঁকে দ্রুত ইংল্যান্ড নিয়ে যাওয়ার। তবে এখনও তাঁকে বিশ্বকাপের স্কোয়াডে অন্তর্ভুক্ত করে নি দেশটির ক্রিকেট বোর্ড।
আঙ্গুলের ইনজুরির কারণে বিশ্বকাপ থেকে তিন সপ্তাহের জন্য ছিটকে গিয়েছেন শিখর ধাওয়ান। যদিও বিশ্বকাপের ফাইনালের আগে তাঁর সেড়ে ওঠার সম্ভাবনা রয়েছে।

যেকারণে ধাওয়ানকে এখনও স্কোয়াডে রেখে দিয়েছে ভারত। তবে যেকোন ধরণের পরিস্থিতি মোকাবেলা করতে করতেই পান্তকে ইংল্যান্ড উড়িয়ে নেয়া হচ্ছে।
বিশ্বকাপের জন্য ঘোষিত স্কোয়াডে জায়গা না পেলেও ভারতের স্ট্যান্ট বাই সদস্য ছিলেন এই উইকেট রক্ষক। এখন শেষ মুহূর্তে ধাওয়ানের ইনজুরিতে কপাল খুলে যেতে পারে তাঁর।
দেশের হয়ে এখন পর্যন্ত মাত্র ৫টি ওয়ানডে খেলেছেন এই উইকেটরক্ষক ব্যাটসম্যান। কোন ফিফটি না হাঁকালেও দেশের হয়ে ৯টি টেস্ট এবং ১৫টি টি-টুয়েন্টি খেলারও অভিজ্ঞতা রয়েছে তাঁর।
বৃহস্পতিবার নিউজিল্যান্ডের বিপক্ষে নিজেদের তৃতীয় ম্যাচে মাঠে নামবে ভারত। এই ম্যাচে ধাওয়ানের বদলে ওপেন করবেন লোকেশ রাহুল। আর একাদশে সুযোগ পেতে পারেন অলরাউন্ডার বিজয় সঙ্কর।
ভারতের বিশ্বকাপ দল: বিরাট কোহলি (অধিনায়ক), রোহিত শর্মা, শেখর ধাওয়ান, কেদার যাদব, মহেন্দ্র সিং ধোনি, হার্দিক পান্ডিয়া, রবিন্দ্র জাদেজা, মোহাম্মদ শামি, কুলদিপ যাদব, জুজবেন্দ্র চাহাল, জাসপ্রিত বুমরাহ, ভুবনেশ্বর কুমার, বিজয় শঙ্কর, লোকেশ রাহুল ও দিনেশ কার্তিক।