ভারতের পরিকল্পনা ভেস্তে দিতে প্রস্তুত নিউজিল্যান্ড

ছবি: সংগৃহীত

|| ডেস্ক রিপোর্ট ||
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দশ ওভারে বিনা উইকেটে মাত্র ৪১ রান করেছিল ভারত। শেষ দশ ওভারে ১১৬ রান নিয়ে দলীয় সংগ্রহ পাঁচ উইকেটে ৩৫২ রানে নিয়ে যায় ভিরাট কোহলির দল। বিষয়টি মাথায় আছে নিউজিল্যান্ডের। ইংলিশ কন্ডিশনে নিজেদের শক্তিশালী বোলিং আক্রমণে উইকেট নিয়ে শুরুতেই ভারতকে চেপে ধরতে চান তিনি।
নটিংহ্যামে ম্যাচ শুরুর আগে এমনটাই জানিয়েছেন কিউই ফাস্ট বোলার লকি ফার্গুসন। উইকেট জমিয়ে শেষদিকে আক্রমণাত্মক খেলাতেই রণকৌশল সাজাচ্ছে ভারত। আর তাই ভারতের পরিকল্পনা ভেস্তে দিতে শুরু থেকে উইকেট নেওয়াতে নজর দিচ্ছে নিউজিল্যান্ড।

'তাঁরা আমাদের দেখিয়ে দিয়েছে যে এই দিক থেকে (উইকেট বাঁচিয়ে শেষদিকে আক্রমণাত্মক খেলা) তাঁরা অনেক ধৈর্যশীল। যদিও আমাদের নজর থাকবে উইকেট নেওয়ার দিকে। এক্ষেত্রে আমরা কিছুটা খরুচে বোলিং করতে পারি।'
'তাঁরা দুর্দান্ত ক্রিকেট খেলছে। প্রতিযোগিতায় তাঁরা সেরা দলগুলোর একটি। আমরা লম্বা সময় ধরে ইংল্যান্ডের মাটিতে তাঁদের বিপক্ষে খেলিনি। ইংল্যান্ডে তাঁদের সাথে খেলার জন্য মুখিয়ে আছি আমরা।'
আর যদি দ্রুত উইকেট না নেওয়া যায় তাহলে ডট বল করে তাঁদের বিপক্ষে চাপ সৃষ্টি করা সম্ভব বলে মনে করছেন এই কিউই পেস তারকা। গণমাধ্যমের সামনে জানিয়েছেন,
'তাঁরা বিশ্বসেরা দল। তাঁদের অবজ্ঞা করার কোনো অবকাশ নেই। কিন্তু তাঁদের বিপক্ষে যদি আপনি চাপ সৃষ্টি করতে পারেন তাহলে সুযোগ তৈরি হয়। উইকেট নিয়েই আপনি তাঁদের উপর চাপ সৃষ্টি করতে পারেন।
'আমি মনে করি শুরুর দিকে উইকেট নিতে পারলে ভারতের বিপক্ষে জয় সহজ হয়ে যায়। উইকেট না নিতে পারলে ডট বল দিয়ে তাঁদের বিপক্ষে চাপ সৃষ্টি করা যেতে পারে।'