promotional_ad

হাই ভোল্টেজ ম্যাচে মুখোমুখি পাকিস্তান-অস্ট্রেলিয়া

ছবিঃ সংগৃহীত
promotional_ad

|| ডেস্ক রিপোর্ট ||


বুধবার টনটনে মুখোমুখি হচ্ছে অস্ট্রেলিয়া এবং পাকিস্তান। বাংলাদেশ সময় বিকেল ৩.৩০ মিনিটে শুরু হবে ম্যাচটি। যদিও এই ম্যাচে দুই দলের সামনে সবচেয়ে বড় বাঁধা বৃষ্টি। আবহাওয়ার পূর্বাভাস বলছে ৮০ শতাংশ সম্ভাবনা রয়েছে এই ম্যাচে বৃষ্টি হওয়ার। যেকারণে পরিত্যাক্ত হতে পারে ম্যাচটি। 


ম্যাচের আগে মনস্তাত্ত্বিক লড়াইয়ে এগিয়ে আছে অস্ট্রেলিয়া। কেননা সাম্প্রতিক পারফর্মেন্স স্বপ্ন দেখাচ্ছে তাঁদের। বিশ্বকাপ শুরু হওয়ার আগে আরব আমিরাতে অনুস্থিত হওয়া সিরিজে ৫-০ ব্যবধানে পাকিস্তানকে ধবলধোলাই করেছে অজিরা।


অ্যারন ফিঞ্চের দল বিশ্বকাপেও খেলছে দারুণ। এখন পর্যন্ত খেলা তিন ম্যাচে দুটিতেই জয় পেয়েছে তাঁরা। হেরেছে কেবল শক্তিশালী ভারতের কাছে। পয়েন্ট তালিকায় চার নম্বরে অবস্থান করছে দলটি।


অপরদিকে স্বস্তিতে নেই পাকিস্তান। এখন পর্যন্ত খেলা তিন ম্যাচে তাঁরা হেরেছে উইন্ডিজের কাছে, জিতেছে ইংল্যান্ডের সঙ্গে, আর শ্রীলংকার সঙ্গে তাঁদের ম্যাচটি বৃষ্টির কারণে পরিত্যক্ত হয়েছে।



promotional_ad

দশ দলের পয়েন্ট টেবিলে পাকিস্তানের অবস্থান আট নম্বরে। এদিকে ইনজুরির দুশ্চিন্তা আছে অজি শিবিরে। পেস বোলিং অলরাউন্ডার মার্কাস স্টইনিসের ইনজুরি ভাবাচ্ছে দলকে।


স্টইনিসের জায়গায় খেলতে পারেন শন মার্শ। সেক্ষেত্রে অজিদের পঞ্চম বোলারের ভূমিকা পালন করতে পারেন গ্লেন ম্যাক্সওয়েল। এছাড়া তাঁর জায়গায় দলে কোনো বোলারও খেলতে পারেন।


এক্ষেত্রে একজন ব্যাটসম্যান কম নিয়েই খেলতে হতে পারে অজিদের। অপরদিকে একাদশ পরিবর্তনের সম্ভাবনা তুলনামূলক ক্ষীণ পাকিস্তানের। ইংল্যান্ডের বিপক্ষে ম্যাচ জয়ী একাদশ নিয়েই মাঠে নামতে পারে সরফরাজ আহমেদের দল।


বিশ্বকাপে দুই দলের মধ্যকার শেষ দেখায় জিতেছিল অস্ট্রেলিয়া। ২০১৫ সালে টান টান উত্তেজনার সেই ম্যাচে শেন ওয়াটসনের বীরত্বে জয় তুলে নিয়েছিল ৫ বারের চ্যাম্পিয়নরা। 


সেই ম্যাচে ওয়াহাব রিয়াজের এক স্পেলে আতঙ্ক ধরে গিয়েছিল অস্ট্রেলিয়া শিবিরে, তাই এই ম্যাচেও ওয়াহাবের ম্যাজিক দেখার অপেক্ষায় রয়েছে ক্রিকেট বিশ্ব। এছাড়া ২০১১ সালের বিশ্বকাপে অজিদের হারানোর সুখস্মৃতি আত্মবিশ্বাস দিচ্ছে পাকিস্তানকে। 



সম্ভাব্য একাদশঃ-


অস্ট্রেলিয়াঃ- ডেভিড ওয়ার্নার, অ্যারন ফিঞ্চ (অধিনায়ক), উসমান খাওয়াজা, স্টিভ স্মিথ, শন মার্শ, গ্লেন ম্যাক্সওয়েল, অ্যালেক্স ক্যারি (উইকেটরক্ষক), প্যাট কামিন্স, মিচেল স্টার্ক, ন্যাথান লায়ন ও জেসন বেহরেনড্রফ।


পাকিস্তানঃ- ইমাম উল হক, ফখর জামান, বাবর আজম, মোহাম্মদ হাফিজ, সরফরাজ আহমেদ (অধিনায়ক ও উইকেটরক্ষক), শোয়েব মালিক, আসিফ আলি, ওয়াহাব রিয়াজ, হাসান আলি, শাদাব খান ও মোহাম্মদ আমির। 



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball