আক্ষেপ নেই রোডসের

ছবি: ছবিঃ সংগৃহীত

|| ক্রিকফ্রেঞ্জি করেসপন্ডেন্ট ||
বিশ্বকাপে অংশ নেওয়া সব দলেই রয়েছে অন্তত একজন মানসম্পন্ন রিষ্ট স্পিনার। নেই কেবল বাংলাদেশ দলে। তবে এনিয়ে আক্ষেপ নেই হেড কোচ স্টিভ রোডসের।
দেশের ক্রিকেটে গত কয়েকবছর ধরেই আলোচনা চলছে রিষ্ট স্পিনার নিয়ে। বিশ্বকাপের মঞ্চেও রিষ্ট স্পিনার নিয়ে প্রশ্ন শুনতে হল রোডসকে। রোডসের জবাব, যেন তেন রিষ্ট স্পিনার না খেলিয়ে এখনও মানসম্পন্ন রিষ্ট স্পিনারের অপেক্ষায় আছে বাংলাদেশ।

'মাঠে আমরা তাঁকেই খেলাতে চাইব যে অসাধারণ রিষ্ট স্পিনার। যেন তেন রিষ্ট স্পিনারকে আমরা দলে চাইব না।
'আমাদের যদি ভালো কোনো রিষ্ট স্পিনার থাকত, তাহলে সে এখানেই থাকত। আমাদের রিষ্ট স্পিনার দরকার, একারণে আমরা যে কাউকে দলে নিতে পারি না।'
একইসাথে সাকিব আল হাসান, মেহেদি মিরাজদের মতো মানসম্পন্ন ফিঙ্গার স্পিনারদের দলে পেয়ে সন্তুষ্ট রোডস। রণকৌশলে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে এই দুজন।
'আপনি আপনার প্রশ্নে বলে দিলেন আমাদের দুইজন অসাধারণ ফিঙ্গার স্পিনার আছে। অনেক দল আছে যারা একাদশে সবসময় রিষ্ট স্পিনার খেলায় না। নিউজিল্যান্ড এর একটি ভালো উদাহরণ।
'তাই কন্ডিশন অনুযায়ী আপনি ভালো মানের ফিঙ্গার স্পিনারও খেলাতে পারেন। আমাদের ভালো ফিঙ্গার স্পিনার আছে এবং আমরা তাঁদের সামর্থ্য সম্পর্কে আত্মবিশ্বাসী।'