রিজার্ভ ডে না থাকায় হতাশ রোডস

ছবি: ছবিঃ সংগৃহীত

|| ক্রিকফ্রেঞ্জি করেসপন্ডেন্ট ||
রিজার্ভ ডে না থাকায় হতাশ বাংলাদেশ দলের কোচ স্টিভ রোডস। বৃষ্টির কারণে ব্রিস্টলে শ্রীলংকার বিপক্ষে ম্যাচটি পরিত্যক্ত হওয়ার পর মিডিয়ার সামনে হতাশা প্রকাশ করেন রোডস।
এনিয়ে তিনটি ম্যাচ পরিত্যক্ত হল এবারের বিশ্বকাপে। বৃষ্টির কারণে পরিত্যক্ত হওয়া ম্যাচ গুলো হলো- পাকিস্তান-শ্রীলঙ্কা ম্যাচ, ওয়েস্ট ইন্ডিজ-দক্ষিণ আফ্রিকা ম্যাচ এবং বাংলাদেশ-শ্রীলঙ্কা ম্যাচ। রোডস জানান,

'আমরা চাঁদে মানুষ পাঠাতে পারি অথচ আমরা রিজার্ভ ডে রাখতে পারি না! এটি একটি বড় আসর। এই আসরে খেলা চারদিকে ছড়িয়ে পড়ছে। তাই আমার মনে হয় খেলা না হলে সেটা দর্শকের জন্যেও হতাশার।
'যৌক্তিকভাবে বৃষ্টি আসরের আয়োজকদের মাথা ব্যাথার কারণ। আমি জানি এটা কঠিন (রিজার্ভ ডে রাখা)। ম্যাচের মাঝে আমাদের সময় আছে। খেলার পর আবার আমাদের পরবর্তী ভেন্যুতে যেতে হয়।'
চার ম্যাচে একটি জয়, দুটি হার আর একটি পরিত্যক্ত ম্যাচের পয়েন্ট নিয়ে বাংলাদেশের সংগ্রহ বর্তমানে ৩ পয়েন্ট। পয়েন্ট তালিকায় দশ দলের মধ্যে তাদের অবস্থান সাত নম্বরে। হতাশ রোডস আরও জানান,
'এটা খুবই হতাশার। আমরা খেলা শুরুর আগে দুই পয়েন্ট লক্ষ্য করেছিলাম। শ্রীলংকাও চেষ্টা করেছিল। আমরা এক পয়েন্ট করে পাইনি। কিন্তু এরপরেও আমাদের করার কিছুই নেই। আবহাওয়া আমরা নিয়ন্ত্রণ করতে পারিনা।'