দেশে ফিরে যাচ্ছেন মালিঙ্গা

ছবি: সংগৃহীত

|| ডেস্ক রিপোর্ট ||
বাংলাদেশের বিপক্ষে আজকের ম্যাচের পরে দেশে ফিরে যাচ্ছেন শ্রীলঙ্কান পেস তারকা লাসিথ মালিঙ্গা। সম্প্রতি পরলোক গমন করেছেন মালিঙ্গার শ্বাশুড়ি। তাঁর শেষকৃত্যে অংশ নিতে ইংল্যান্ড থেকে দেশের পথে যাত্রা করবেন তিনি।
তবে আগামী ১৫ই জুন অস্ট্রেলিয়ার বিপক্ষে ম্যাচের আগেই দলের সাথে যোগ দিবেন মালিঙ্গা বলে আশা করা যাচ্ছে। তাঁর শ্বাশুড়ির শেষকৃত্য অনুষ্ঠিত হবে আগামী বৃহস্পতিবার (১৩ই জুন) কলম্বোতে।

এক টুইট বার্তায় এরই মধ্যে মালিঙ্গার দেশে ফেরার বিষয়টি নিশ্চিত করেছে ক্রিকেট বোর্ড (এসএলসি)। সেই বার্তায় তারা লিখেছে, 'বাংলাদেশের বিপক্ষে আজকের ম্যাচ শেষে দল ছাড়বেন লাসিথ মালিঙ্গা, যেহেতু তাঁর শ্বাশুড়ি পরলোকগমন করেছেন।'
Lasith Malinga will leave the team following Sri Lanka’s World Cup Game against Bangladesh, which will be played today, as his Mother-In-Law has passed away.
He is expected to join the team, before the team’s next #CWC19 game, which will be played against Australia on 15th.
— Sri Lanka Cricket
এখন পর্যন্ত তিনটি ম্যাচে একটিতে জয়ের দেখা পেয়েছে দিমুথ করুনারত্নের শ্রীলঙ্কা। পয়েন্ট টেবিলে তাদের অবস্থান ষষ্ঠতে।