বিশ্বকাপের শুরুতেই বড় ধাক্কা খেল ভারত

ছবি: সংগৃহীত

|| ডেস্ক রিপোর্ট ||
বিশ্বকাপে মাত্র ২টি ম্যাচ খেলার পরই বড় ধাক্কা খেল ভারত। আঙ্গুলের ইনজুরির কারণে তিন সপ্তাহের জন্য মাঠের বাইরে থাকতে হচ্ছে দলের ওপেনার শিখর ধাওয়ানকে।
যেকারণে নিউজিল্যান্ড এবং পাকিস্তানের বিপক্ষে ম্যাচে তাঁকে পাচ্ছে না টিম ইন্ডিয়া। তাই এই দুই ম্যাচে দলের ওপেনিং পজিশনের দায়িত্ব সামাল দিবেন লোকেশ রাহুল।

অস্ট্রেলিয়ার বিপক্ষে ম্যাচ চলাকালীন সময় ব্যক্তিগত ২৪ রানে ব্যাট করা ধাওয়ান প্যাট কামিন্সের বাউন্সারে হাতে আঘাত পান।
এরপর ফিজিওর চিকিৎসা নিয়ে খেলা চালিয়ে যান এই ওপেনার। চোট নিয়ে দারুণ এক সেঞ্চুরিও তুলে নেন ধাওয়ান। তাঁর শতকের উপর ভর করেই ৩৫০ রানের বেশি পুঁজি পায় ভারত।
ব্যাটিং শেষে অবশ্য ফিল্ডিং করতে নামেন নি এই বাঁহাতি ব্যাটসম্যান। তখনই ধরে নেয়া হয়েছিল গুরুতর চোট পেয়েছেন ধাওয়ান। তাঁর পরিবর্তে রবীন্দ্র জাদেজাকে ফিল্ডিং করতে দেখা যায় ম্যাচে।
ম্যাচ শেষে ধাওয়ানের আঙ্গুলের স্ক্যান করানো হলে সেখানে চিড় ধরা পড়ে। এরপর মঙ্গলবার ভারতীয় বোর্ড তাঁর তিন সপ্তাহের জন্য ছিটকে যাওয়ার বিষয়টি নিশ্চিত করে।