ড্রেসিং রুমে সমালোচনা ঢুকতে দেওয়া যাবে নাঃ মাশরাফি

ছবি: ছবিঃ সংগৃহীত

|| ক্রিকফ্রেঞ্জি করেসপন্ডেন্ট ||
তিন ম্যাচে দুটোতেই হার টাইগারদের। সেমিফাইনালের স্বপ্নে বিভোর টাইগার সমর্থকরা দলের টানা দুই হার একদমই মেনে নিতে পারেনি। সামাজিক যোগাযোগ মাধ্যমসহ সব জায়গায় চলছে দলের নির্দিষ্ট সংখ্যক ক্রিকেটারের সমালোচনা। এদিকে সমালোচনা যেন ড্রেসিং রুমে না যায় সেদিকে নজর টাইগার অধিনায়ক মাশরাফি বিন মর্তুজা।
ক্রিকেটের প্রতি মানুষের আবেগের প্রতি শ্রদ্ধা আছে মাশরাফির। তবে বৃহৎ স্বার্থে আবেগকে দূরে রাখতে চাইছেন তিনি। সোমবার দিন গণমাধ্যমের সামনে জানান,

'আমি সবকিছু ইতিবাচকভাবে দেখতে চাচ্ছি। আমার কাছে মনে হয় সবাই মানসিকভাবে ঠিক আছে। হয়তবা বাইরের আলোচনাগুলো একটু সমস্যা, কেননা সবাই একরকম না...বাইরের আলোচনাগুলো যেন ড্রেসিং রুমে না যায় এটা আমার কাছে গুরুত্বপূর্ণ।
'আমি এজন্য বলছি যে হারলে অনেক কথা হবে। বিশ্ব একাদশের সঙ্গে হেরে গেলেও কথা উঠবে। কেননা বাংলাদেশ চায় জিততে। তো হারলে অনেক কথা উঠবে, এগুলো যদি ড্রেসিং রুমে ক্রিকেটারদের কাছে না যায় তাহলে তাঁরা স্বাভাবিকভাবে খেলতে পারবে।'
প্রোটিয়াদের বিপক্ষে ৪৬* রানের ইনিংসটি বাদে বাকি দুই ইনিংসে (২০ ও ২৮ রান) সেভাবে আলো ছড়াতে পারেননি মাহমুদুল্লাহ রিয়াদ। ধীরগতির ইনিংসে সমালোচিত হয়েছেন তিনি। এছাড়া বিশ্বকাপের তিন ম্যাচে যথাক্রমে ১৬, ২৪ ও ১৯ রান করা তামিমকে নিয়েও হচ্ছে সমালোচনা।
'আমরা তো আসলে আবেগি অনেক। ক্রিকেটার বা সমর্থক সবাই। রাতারাতি সবকিছু চাওয়া পাওয়া পছন্দ করি। এটা ক্রিকেটারদের মধ্যে আছে। প্রত্যেকটা ম্যাচেই ভালো খেলতে হবে। রিয়াদ যেভাবে ব্যাটিং করছে প্রত্যেক ম্যাচে সেভাবেই করতে হবে।
'সেরকম.. তামিম কেন একশ করছে না এসব। আবার তামিমও কিন্তু একই চাওয়া নিয়ে মাঠে যায়। জাতি হিশেবে আমরা সবাই এরকম। এসব কথা যেন ড্রেসিং রুমে না যায়। এটা আমাদের জন্য গুরুত্বপূর্ণ। এটার চাপ পড়ে। এগুলো থেকে ওরা যত দূরে থাকতে পারবে ততো স্বাভাবিকভাবে খেলতে পারবে।'