লড়াইয়ের মধ্যে তিন লড়াই

ছবি: ছবিঃ দ্যা ক্রিকেটারস

|| ডেস্ক রিপোর্ট ||
শনিবার ইংল্যান্ড-বাংলাদেশের ম্যাচে দলীয় লড়াইয়ের মধ্যেও চলবে কিছু একক লড়াই। কাগজে কলমে অনেক শক্তিশালী ইংল্যান্ড, তবে ছেড়ে কথা বলতে চাইবে না বাংলাদেশ দলও।
সাকিব বনাম স্টোকসঃ- বাংলাদেশের সাকিব আল হাসান এবং ইংল্যান্ডের বেন স্টোকস। কাগজে কলমে সাকিব সেরা অলরাউন্ডার হলেও দুইজনই সময়ের সেরা জেনুইন অলরাউন্ডার, বলতে বিপত্তি নেই।

ব্যাটে বলে দুজনের মুখোমুখি হওয়ার সম্ভাবনাও বেশ প্রবল। দুজনই তাঁদের দলের অন্যতম দুই চালিকা শক্তি। ম্যাচ বদলে দেওয়ার সামর্থ্য আছে সাম্প্রতিক সময় দুর্দান্ত ফর্মে থাকা এই দুই অলরাউন্ডারের।
রয় বনাম মিরাজঃ- দুর্দান্ত ফর্মে আছেন ইংলিশ ওপেনার জেসন রয়। অপরদিকে বাংলাদেশের হয়ে নিয়মিতই বল হাতে ইনিংস শুরু করছেন মেহেদি মিরাজ।
ইংল্যান্ডের হয়ে শেষ পাঁচ ইনিংসে একটি সেঞ্চুরি এবং দুটি ফিফটির মালিক রয়ের বিপক্ষে যে মিরাজের লড়াইটা সহজ হবে না, তা বলে দেওয়া যায়। তবে ক্রিকেটপ্রেমীদের নজর থাকবে এই লড়াইয়ে।
ওকস বনাম সৌম্যঃ- ত্রিদেশীয় সিরিজ থেকে দুর্দান্ত ফর্মে আছেন টাইগার ওপেনার সৌম্য সরকার। অপরদিকে ইংল্যান্ডের হয়ে বল শুরু করা ক্রিস ওকসও আছেন ফর্মে।
ইংল্যান্ড চাইবে শুরুতেই ইনফর্ম সৌম্যকে ফিরিয়ে দিয়ে বাংলাদেশকে চেপে ধরতে। আর এই গুরুদায়িত্ব অভিজ্ঞ ওকসকেই দিতে চাইবে দল।