বিশ্বসেরা হতে চলেছেন বাবরঃ ফ্লাওয়ার

ছবি: ছবিঃ সংগৃহীত

|| ডেস্ক রিপোর্ট ||
নিজের সর্বোচ্চ সামর্থ্যের খুব কাছাকাছি পৌঁছে গিয়েছেন পাকিস্তানের ব্যাটসম্যান বাবর আজম, একারণে বিশ্বসেরাও হতে চলেছেন তিনি; এমনটা মনে করেন পাকিস্তানের ব্যাটিং কোচ গ্র্যান্ট ফ্লাওয়ার।
বাবর আজমের সাম্প্রতিক ফর্ম দেখেই এমন মন্তব্য করছেন পাকিস্তানের ব্যাটিং কোচ। পাকপ্যাশানকে দেওয়া সাক্ষাৎকারে ফ্লাওয়ার জানান,

'আমার মনে হয় সে লম্বা সময় ধরে ভালো খেলছে। তাঁর খেলায় সবসময়ই উন্নতি হচ্ছে, এমনকি তাঁর স্ট্রাইক রেটেও। সে দারুণভাবে উন্নতি করছে, বলতেই হবে।
'সে তাঁর সর্বোচ্চ সামর্থ্যের কাছাকাছি পৌঁছে গিয়েছে বলে মনে করি। এমন অবস্থায় তাঁর খেলা দেখাটা সত্যিই দারুণ কিছু। বাবর দুর্দান্ত খেলছে। সে বিশ্বসেরা হতে চলেছে।'
বিশ্বকাপে এখন পর্যন্ত দুই ম্যাচ খেলে যথাক্রমে ২২ এবং ৬৩ রান করেছেন বাবর। এই রান তিনি করেছেন যথাক্রমে উইন্ডিজ এবং ইংল্যান্ডের বিপক্ষে।
বিশ্বকাপের আগে ইংল্যান্ডের বিপক্ষে খেলা ওয়ানডে সিরিজেও ব্যাট হাতে রানের ফোয়ারা ছুটিয়েছিলেন তিনি। সেই সিরিজে চার ম্যাচে দুটি ফিফটি এবং একটি সেঞ্চুরিসহ ৫৫.৪০ গড়ে ২৭৭ রান করেছিলেন তিনি।