বিশ্বকাপ থেকে ছিটকে গেলেন শেহজাদ

ছবি: ছবিঃ সংগৃহীত

|| ডেস্ক রিপোর্ট ||
বিশ্বকাপ থেকে ছিটকে গেছেন আফগান উইকেটরক্ষক ব্যাটসম্যান মোহাম্মদ শেহজাদ। তার বদলি হিসেবে আফগানিস্তান দলে ডাক পেয়েছেন আরেক উইকেটরক্ষক ব্যাটসম্যান ইকরাম আলী খাইল।
বিশ্বকাপে আফগানদের বাকি ম্যাচগুলোতে উইকেটের পেছনে দেখা যাবে তাকে। ইতিমধ্যে আফগানিস্তানের বিশ্বকাপ স্কোয়াডে ইকরামের অন্তর্ভূক্তি নিশ্চিত করেছে ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা আইসিসি।

এদিকে, বিশ্বকাপ শুরুর আগে পাকিস্তানের বিপক্ষে প্রস্তুতি ম্যাচে কুনুইয়ের চোটে পড়েছিলেন শেহজাদ।সেই চোটেই ছিটকে গেছেন তিনি। ২০১৫ বিশ্বকাপের পর শেহজাদ আফগানিস্তানের হয়ে দ্বিতীয় সর্বাধিক রান সংগ্রাহক।
৫৫ ইনিংসে ১৮৪৩ রান সংগ্রহ করেছেন তিনি। ইকরাম অবশ্য আন্তর্জাতিক ক্রিকেটে নবাগত। গত বছর আয়ারল্যান্ডের বিপক্ষে তাঁর অভিষেক হয়।
আইসিসির নিয়ম অনুযায়ী কোনো খেলোয়াড় অন্তর্ভূক্তির আগে টুর্নামেন্টের টেকনিক্যাল কমিটির অনুমতি পেতে হবে। তবেই তাদের স্কোয়াড অন্তর্ভুক্ত করা যাবে। আইসিসি ইতিমধ্যে ইকরামকে স্কোয়াডে অন্তর্ভূক্তির অনুমতি দিয়েছে। বিশ্বকাপের এবারের আসরে ইতিমধ্যে দুটি ম্যাচ খেলে ফেলেছে আফগানরা।
অস্ট্রেলিয়ার বিপক্ষে ৭ উইকেটে প্রথম ম্যাচে হারের পর। দ্বিতীয় ম্যাচে শ্রীলঙ্কার বিপক্ষে ৩৪ রানে হেরেছে তাঁরা।