আত্মবিশ্বাসী পাকিস্তানের প্রতিপক্ষ শ্রীলংকা

ছবিঃ সংগৃহীত
promotional_ad

|| ডেস্ক রিপোর্ট ||


কাগজে কলমে বিশ্বকাপের পিছিয়ে থাকা দলগুলোর মধ্যে থাকবে শ্রীলংকা এবং পাকিস্তানের নাম। এবার মুখোমুখি হতে যাচ্ছে দল দুইটি। শুক্রবার ব্রিস্টলে বাংলাদেশ সময় দুপুর ৩.৩০ মিনিটে শুরু হবে এই দুই দলের ম্যাচ।


টানা ১১ ম্যাচ হারের পর নিজেদের গত ম্যাচে জয়ের দেখা পেয়েছে পাকিস্তান। শক্তিশালী ইংল্যান্ডকে হারিয়েছে তাঁরা। অপরদিকে আসরে নিজেদের প্রথম ম্যাচে নিউজিল্যান্ডের কাছে দশ উইকেটে হারলেও দ্বিতীয় ম্যাচে আফগানিস্তানকে হারিয়েছে শ্রীলংকা।


সম্প্রতি ভালো সময়ে নেই শ্রীলংকার ব্যাটসম্যানরা। এমনকি আফগানিস্তানের সাথেও মাত্র ২০১ রানে অলআউট হয়েছে দলটি। সেই ম্যাচ অবশ্য জিতেছে লঙ্কানরা। অধিনায়ক দিমুথ করুনারত্নে তাই অনুপ্রাণিত করলেন দলের ব্যাটসম্যানদের।


promotional_ad

'আমি বিশ্বাস করি এটাই আমাদের সেরা ব্যাটিং লাইনআপ। কুশল পেরেরার সাথে আমি অনেক খেলেছি। তাঁর প্রতি আমার বিশ্বাস আছে। থিরিমান্নেরও নিজের ইনিংস গড়তে পারে। মিডল অর্ডার ঠিক আছে আমাদের।' 


এদিকে টানা হারের পর জয় পাওয়ায় দারুণ খুশি পাকিস্তান। দলের উপর থেকে বিশাল চাপ সরে গিয়েছে, মনে করছেন দলের ব্যাটিং কোচ গ্র্যান্ড ফ্লাওয়ার। ম্যাচের আগের দিন জানান, 


'যেহেতু আমরা জিতেছি, তাই আমরা অনেকখানি চাপ কাটিয়ে উঠেছি। টানা ম্যাচ হারছিলাম আমরা। অবশ্যই আমাদের কাঁধের উপর থেকে অনেক চাপ সরে গিয়েছে।'


সম্ভাব্য একাদশঃ-


পাকিস্তানঃ- ইমাম উল হক, ফখর জামান, বাবর আজম, মোহাম্মদ হাফিজ, সরফরাজ আহমেদ (অধিনায়ক ও উইকেটরক্ষক), শোয়েব মালিক, আসিফ আলি, শাদাব খান, হাসান আলি, মোহাম্মদ আমির, ওয়াহাব রিয়াজ। 


শ্রীলংকাঃ- দিমুথ করুনারত্নে (অধিনায়ক), কুশল পেরেরা (উইকেটরক্ষক), লাহিরু থিরিমান্নে, কুশল মেন্ডিস, অ্যাঞ্জেলো ম্যাথিউস, ধনঞ্জয়া ডি সিলভা, থিসারা পেরেরা, ইসুরু উদানা, জীবন মেন্ডিস/ সুরাঙ্গা লাকমল, লাসিথ মালিঙ্গা, নুয়ান প্রদীপ।



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball