মনে হচ্ছিলো ঢাকায় বা চিটাগংয়ে খেলছিঃ টেইলর

ছবি: ছবিঃ রতন গোমেজ

|| ডেস্ক রিপোর্ট ||
লন্ডনের কেনিংটন ওভালে বুধবারের ম্যাচে বাঙালি সমর্থকরা চাপে ফেলে দিয়েছিল কিউইদের। দলের অভিজ্ঞ ব্যাটসম্যান রস টেইলর যখন ব্যাট করছিলেন এক পর্যায়ে তাঁর মনে হয়েছে তিনি বাংলাদেশের ঢাকায় বা চিটাগংয়ে খেলছেন!
বুধবারের ম্যাচ শেষে আনুষ্ঠানিক সংবাদ সম্মেলনে এমনটা জানিয়েছেন টেইলর। ম্যাচ শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি বলেন,

'ম্যাচটি যেকোনো দিকে যেতে পারত। আমি যখন ব্যাটিং করছিলাম তখন আমার মনে হয়েছে ঢাকা বা চিটাগংয়ে খেলছি।
'শেষদিকে আমরা চাপে ছিলাম। কিন্তু আবারো বলছি, বাংলাদেশকে কৃতিত্ব দিতেই হবে। সঙ্গে তাঁদের বিশাল সংখ্যক সমর্থকদেরও। সমর্থকরাও আমাদের চাপে রেখেছিল।'
ম্যাচটিতে আগে ব্যাট করে ২৪৪ রানের মাঝারি সংগ্রহ করেছে বাংলাদেশ। তবে বোলারদের নৈপুণ্যে মাঝারি রান করেও সবসময় ম্যাচে ছিল টাইগাররা।
এদিনে ম্যাচ জমিয়ে দিয়েও নিউজিল্যান্ডের স্নায়ুশক্তির কাছে হারতে হয়েছে বাংলাদেশকে। বাংলাদেশের মনোবলের প্রশংসা করে টেইলর আরও জানান,
'বাংলাদেশ দলকে কৃতিত্ব দিতেই হবে। তাঁরা আশা হারায়নি। তাঁরা তাঁদের সবটুকু দিয়ে শেষ পর্যন্ত লড়ে গিয়েছে। শেষ পর্যন্ত জিততে পেরে ভালো লেগেছে।'