২০-৩০ রানের আক্ষেপ মাশরাফির

ছবি: ছবিঃ ক্রিকফ্রেঞ্জি

|| ডেস্ক রিপোর্ট ||
উইকেট ভালো হওয়ার পরেও ভালো ব্যাটিং করতে পারেনি টাইগার ব্যাটসম্যানরা। একারণে ২০-৩০ রানের কমতি ছিল টাইগারদের স্কোরকার্ডে, মনে করছেন অধিনায়ক মাশরাফি বিন মর্তুজা।
এদিনে ৬৪ রানের দায়িত্বশীল ইনিংস খেলেছেন সাকিব আল হাসান। তবে দলের মিডল অর্ডার ব্যাটসম্যানরা উইকেটে থিতু হয়েও ফিরেছেন দ্রুত মনে করছেন মাশরাফি। ম্যাচ শেষে জানান,

'এটা ভালো উইকেট ছিল। আমরা ২০-৩০ রান কম করেছি। আউটফিল্ড কিছুটা স্লো ছিল। উইকেটে ব্যাটসম্যানরা থিতু হতে পারেনি। তাঁদের আউট হওয়ার মাশুল দিতে হয়েছে।'
ম্যাচে মুশফিকুর রহিম করেন ১৯ রান। এছাড়া মোহাম্মদ মিঠুন ২৬, মাহমুদুল্লাহ ২০ ও মোসাদ্দেক হোসেন ১১ রান করেন। উইকেটে থিতু হয়েও জুটি গড়তে ব্যর্থ ছিলেন তাঁরা।
শেষদিকে মোহাম্মদ সাইফুদ্দিনের (২৩ বলে ২৯) প্রচেষ্টায় স্কোরবোর্ডে ২৪৪ রান তুলেছে বাংলাদেশ। বোলাররা লড়াই চালিয়ে গেলেও শেষপর্যন্ত ম্যাচটি জিতে নিয়েছে কিউইরা।