ভালো অভিজ্ঞতা হয়েছেঃ উইলিয়ামসন

ছবি: ছবিঃ টুইটার

|| ডেস্ক রিপোর্ট ||
টাইগারদের বিপক্ষে ম্যাচটি ভালো অভিজ্ঞতা ছিল কিউই দলপতি কেন উইলিয়ামসনের জন্যে। অল্প রান তাড়া করতে গিয়ে টাইগার বোলারদের সম্মিলিত আক্রমণের সামনে পরেছিল কিউইরা।
সেখান থেকেই স্নায়ুর চাপ সামলে শেষ পর্যন্ত জয়ের হাসি হাসতে পেরেছে দলটি, একারণেই ম্যাচ থেকে অনেক কিছু নেওয়ার আছে মনে করছেন নিউজিল্যান্ড দলপতি। ম্যাচ শেষে জানান,

'জিততে পেরে ভালো লাগছে। প্রথম ইনিংসে আমাদের ফিল্ডিং দুর্দান্ত ছিল। ব্যাটিংয়ে আমরা খুব ভালো করিনি। বেশ কিছু দৃষ্টিকটু আউট ছিল। তবে এই ম্যাচে অভিজ্ঞতা ভালো ছিল বেশ।'
ম্যাচটিতে আগে ব্যাট করে ২৪৪ রানের মাঝারি সংগ্রহ করেছে বাংলাদেশ। তবে বোলারদের নৈপুণ্যে মাঝারি রান করেও সবসময় ম্যাচে ছিল টাইগাররা।
তবে টেইলরের ইনিংসে জয়ের ধারা বজায় রেখেছে দলটি। যদিও ১২ বলে অপরাজিত ১৭ রান করে কিউইদের জয়ের বন্দরে নিয়ে যান মিচেল সান্টনার। উইলিয়ামসন আরও জানান,
'ব্যাট হাতে সান্টনার বেশ ভালো ছিল। বোলাররাও ভালো করেছে। আমরা উইকেটে আরও বেশি পেস আশা করছিলাম। কিন্তু তাঁরা মানিয়ে নিয়েছিল।'