promotional_ad

রোহিতের সেঞ্চুরিতে শুভসূচনা ভারতের

ছবিঃ টুইটার
promotional_ad

|| ডেস্ক রিপোর্ট ||


বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচে রোহিত শর্মার সেঞ্চুরিতে জয় দিয়ে শুরু করল ভারত। অপরদিকে এনিয়ে টানা তিন নম্বর ম্যাচ হারল ফাফ ডু প্লেসিসের দক্ষিণ আফ্রিকা। 


২২৮ রানের তুলনামূলক ছোটো লক্ষ্য তাড়ায় শুরু থেকে সাবধানী ছিল ভারত। তবে ষষ্ঠ ওভারে প্রথম উইকেট হারায় দলটি। রাবাদার বলে ফিরে যান শিখর ধাওয়ান (৮)। 


তিনে নামা ভারতীয় অধিনায়ক ভিরাট কোহলিও (১৮) সুবিধা করতে পারেননি। এরপর সেঞ্চুরি করে ভারতকে জয়ের লক্ষ্যে পৌঁছে দেন দলের সহ অধিনায়ক রোহিত শর্মা।



promotional_ad

লোকেশ রাহুলের সঙ্গে ৮৫ রানের জুটি গড়েন রোহিত, এরপর উইকেটরক্ষক মহেন্দ্র সিং ধোনির সঙ্গে ৭৪ রানের জুটি গড়েন তিনি। তাঁকে সঙ্গ দেওয়া রাহুল ২৬, ধোনি ৩৪ ও হার্দিক পান্ডিয়া ১৫* রান করেন।


১২২ রানে অপরাজিত থাকেন রোহিত। ১৪৪ বলে ১৩টি চার ও দুটি ছক্কায় এই রান করেন তিনি। ম্যাচটি ভারত জিতেছে ছয় উইকেটের ব্যবধানে, ১৫ বল হাতে রেখে। দক্ষিণ আফ্রিকার বোলারদের মধ্যে রাবাদা ৩৯ রান খরচায় দুই উইকেট নেন।


ম্যাচের শুরুতে টসে জিতে ব্যাট করতে নেমে ভারতীয় বোলারদের সম্মিলিত আক্রমণের মুখে ৫০ ওভারে নয় উইকেট হারিয়ে ২২৭ রান করে দক্ষিণ আফ্রিকা। দলের হয়ে সর্বোচ্চ ৪২ রান করেন ক্রিস মরিস। 


৩৮ রান আসে অধিনায়ক ফাফ ডু প্লেসিসের ব্যাটে। ৩৪ রান করেন অ্যান্ডিল ফেহলুকায়ো। ডেভিড মিলার এবং কাগিসো রাবাদা দুজনেই করেন ৩১ রান। অপরাজিত ছিলেন রাবাদা।



ভারতের হয়ে যুবেন্দ্র চাহাল চারটি উইকেট নেন। দুইটি করে উ??কেট নিয়েছেন জাসপ্রিত বুমরাহ এবং ভুবনেশ্বর কুমার।



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball