promotional_ad

মিরাজের ডাইভিং ক্যাচে ফিরলেন মুনরো

ছবিঃ সংগৃহীত
promotional_ad

|| ডেস্ক রিপোর্ট ||


সংক্ষিপ্ত স্কোরঃ 


বাংলাদেশঃ ২৪৪/১০ (৪৯.২ ওভার)


(সাকিব ৬৪, সাইফুদ্দিন ২৯, মিঠুন ২৬; বোল্ট ২/৪৪, হ্যানরি ৪/৪৭)


নিউজিল্যান্ডঃ ৫৫/২ (১০ ওভার)


লন্ডনের কেনিংটন ওভালে বিশ্বকাপে নিজেদের দ্বিতীয় ম্যাচে নিউজিল্যান্ডের বিপক্ষে মাঝারি পুঁজি গড়েছে বাংলাদেশ দল। ৪৯.২ ওভারে ২৪৪ রানে অল আউট হয়েছে টাইগাররা। জবাবে ব্যাট করছে নিউজিল্যান্ড।


সাজঘরে দুই কিউই ওপেনারঃ


মাঝারি লক্ষ্যে ব্যাটিংয়ে নেমে দারুণ শুরু করেন দুই কিউই ওপেনার মার্টিন গাপটিল ও কলিন মুনরো। মুনরো দেখেশুনে শুরু করলেও গাপটিল এক প্রান্তে চড়াও হয়ে খেলতে থাকেন। ২৫ রান করা গাপটিলকে নিজের প্রথম বলেই তামিমের ক্যাচ বানিয়ে আউট করেন সাকিব। গাপটিল ফিরে গেলেও কেন উইলিয়ামসনকে নিয়ে ৭ ওভারেই নিউজিল্যান্ডের সংগ্রহ অর্ধশতকে পৌঁছে দেন মুনরো। তবে, ২৪ রান করা মুনরো মিড উইকেটে মিরাজের দুর্দান্ত ডাইভিং ক্যাচে আউট হয়েছেন সাকিবের বলে।



promotional_ad

প্রথম ইনিংস বিবরণঃ


এই ম্যাচের শুরুতে টসে জিতে বোলিংয়ের সিদ্ধান্ত নেন নিউজিল্যান্ড দলপতি কেন উইলিয়ামসন। ব্যাট করতে নেমে ভালো শুরু করেন বাংলাদেশের দুই ওপেনার তামিম ইকবাল এবং সৌম্য সরকার।


এই দুজনের ব্যাট থেকে এসেছে ৪৫ রান। ইনিংসের নবম ওভারে ম্যাট হেনরির বলে ইনসাইড এজ হয়ে বোল্ড হন সৌম্য। তাঁর ব্যাট থেকে আসে ২৫ রান। খানিক পর তামিম ইকবালকে ব্যক্তিগত ২৪ রানে নিজের প্রথম শিকারে পরিণত করেন লকি ফার্গুসন।


দুই ওপেনার ফিরে গেলেও দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ম্যাচের মত এই ম্যাচেও বাংলাদেশ দলের হাল ধরার চেষ্টা করেন সাকিব আল হাসান এবং মুশফিকুর রহিম। এই দুইজনের ব্যাটে দলীয় ১০০ পার করে বাংলাদেশ।


কিন্তু ভুল বুঝাবুঝির কারণে রান আউটের ফাঁদে পড়তে হয় মুশফিককে। এরপর মাহমুদুল্লাহকে নিয়ে ইনিংস গড়ায় মন দেন সাকিব। শুরু থেকে দেখে শুনে খেলে মাত্র ৫৪ বলে অর্ধশতক তুলে নিয়েছিলেন সাকিব।


তবে এরপর বেশিক্ষণ টিকতে পারেননি ৬৮ বলে ৬৪ রান করে কলিন ডি গ্র্যান্ডহোমের বলে উইকেটের পেছনে লাথামের হাতে ক্যাচ দিয়ে ফিরেন তিনি। সাকিব ফিরে গেলে পঞ্চম উইকেটে মোহাম্মদ মিঠুন ও মাহমুদুল্লাহ রিয়াদ জুটি বেঁধে বাংলাদেশ দলের রানের চাকা সচল রাখেন।


তবে ২৬ রান করা মিঠুন ম্যাট হ্যানরিকে উড়িয়ে মারতে গিয়ে আউট হয়েছেন গ্র্যান্ডহোমকে ক্যাচ দিয়ে। এরপর মাহমুদুল্লাহও বেশিক্ষণ টিকতে পারেননি। তিনি ২০ রান করে স্যান্টনারের বলে উইলিয়ামসনের হাতে ক্যাচ দিয়েছেন।


মোসাদ্দেক হোসেন ১১ রান করে বোল্টের শিকার হয়ে আউট হন। বোল্টের করা ৪৯তম ওভারে ৭ রান করে উইকেটের পেছনে ল্যাথামের হাতে ক্যাচ দিয়ে ফিরেন মেহেদী হাসান মিরাজ।



বাংলাদেশ দলপতি মাশরাফি বিন মর্তুজা ইনিংসের শেষ ওভারে ১ রান করে হ্যানরিকে উড়িয়ে মারতে গিয়ে থার্ড ম্যানে ক্যাচ দেন বোল্টের হাতে। এরপর ২৯ রান করে সাইফুদ্দিন বোল্ড হলে বাংলাদেশের ইনিংস গুটিয়ে যায় ২৪৪ রানে।


বাংলাদেশ একাদশ:


তামিম ইকবাল, সৌম্য সরকার, সাকিব আল হাসান, মুশফিকুর রহিম (উইকেটরক্ষক), মোহাম্মদ মিঠুন, মাহমুদুল্লাহ রিয়াদ, মোসাদ্দেক হোসেন, মেহেদি হাসান মিরাজ, মোহাম্মদ সাইফুদ্দিন, মাশরাফি বিন মর্তুজা (অধিনায়ক), মুস্তাফিজুর রহমান।


নিউজিল্যান্ড একাদশ:


মার্টিন গাপটিল, কলিন মুনরো, কেন উইলিয়ামসন (অধিনায়ক), রস টেইলর, টম লাথাম (উইকেটরক্ষক), জিমি নিশাম, কলিন ডি গ্র্যান্ডহোম, মিচেল স্যান্টনার, ম্যাট হেনরি, লকি ফার্গুসন, ট্রেন্ট বোল্ট। 



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball