promotional_ad

বাংলাদেশ এবং নিউজিল্যান্ডের সম্ভাব্য একাদশ

ছবি- সংগৃহীত
promotional_ad

|| ডেস্ক রিপোর্ট ||   


অপরিবর্তিত একাদশ নিয়ে আজ নিউজিল্যান্ডের বিপক্ষে মাঠে নামার জোর সম্ভাবনা রয়েছে বাংলাদেশ দলের। গত ম্যাচে দক্ষিণ আফ্রিকাকে ২১ রানে পরাজিত করা মাশরাফিদের লক্ষ্য থাকবে উইনিং কম্বিনেশন ঠিক রাখা।


সুতরাং লন্ডনের কেনিংটন ওভালে মাশরাফি এবং মুস্তাফিজের সাথে তৃতীয় পেসার হিসেবে আজও খেলবেন মোহাম্মদ সাইফুদ্দিন। একই সাথে দলের ব্যাটিং শক্তি বৃদ্ধি করতে সহায়ক ভূমিকা পালন করবেন এই পেস বোলিং অলরাউন্ডার। 


এছাড়াও ওপেনিং পজিশনে তামিম ইকবালের সঙ্গী থাকছেন গত ম্যাচে ৪২ রানের ইনিংস খেলা সৌম্য সরকার। মিডল অর্ডারের হাল ধরতে থাকবেন মুশফিকুর রহিম, মোহাম্মদ মিঠুন এবং মাহমুদুল্লাহ রিয়াদ। 



promotional_ad

গত ম্যাচে ব্যাট হাতে সত্তর ঊর্ধ্ব ইনিংস খেলেছিলেন সাকিব এবং মুশফিক। আজ কিউইদের বিপক্ষেও তাঁদের ব্যাটে চেয়ে থাকবে বাংলাদেশ দল। মেহেদি হাসান মিরাজ এবং মোসাদ্দেক হোসেন সৈকতের প্রতিও প্রত্যাশা থাকবে দলের।   


এদিকে অপরিবর্তিত একাদশ নিয়ে খেলার পরিকল্পনা করছে নিউজিল্যান্ডও। শ্রীলঙ্কাকে গত ম্যাচে ১০ উইকেটে উড়িয়ে দেয়া কিউইরা মোমেন্টাম নষ্ট করতে চাইবে না। ম্যাচের আগে কিউইদের সহ অধিনায়ক টম লাথাম নিজেই জানিয়েছেন অপরিবর্তিত একাদশের কথা,


'আমরা একই দল নিয়ে খেলতে নামবো। আমি মনে করি আমরা যেভাবে খেলেছি শেষ ম্যাচে তাতে প্রচুর আত্মবিশ্বাস অর্জন করতে পেরেছি আমরা। আমার মতে বোলাররা যেভাবে শ্রীলঙ্কাকে চ্যালেঞ্জ করতে পেরেছিল বল হাতে আমি নিশ্চিত যে একই ঘটনার পুনরাবৃত্তি তারা করতে পারবে আগামীকাল (আজ)', বলেছিলেন লাথাম।


বাংলাদেশ একাদশ (সম্ভাব্য)-



তামিম ইকবাল, সৌম্য সরকার, সাকিব আল হাসান, মুশফিকুর রহিম (উইকেটরক্ষক), মোহাম্মদ মিঠুন, মাহমুদুল্লাহ রিয়াদ, মোসাদ্দেক হোসেন, মেহেদি হাসান মিরাজ, মোহাম্মদ সাইফুদ্দিন, মাশরাফি বিন মর্তুজা (অধিনায়ক), মুস্তাফিজুর রহমান।


নিউজিল্যান্ড একাদশ (সম্ভাব্য)-


মার্টিন গাপটিল, কলিন মুনরো, কেন উইলিয়ামসন (অধিনায়ক), রস টেইলর, টম লাথাম (উইকেটরক্ষক), জিমি নিশাম, কলিন ডি গ্র্যান্ডহোম, মিচেল স্যান্টনার, ম্যাট হেনরি, লকি ফার্গুসন, ট্রেন্ট বোল্ট। 



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball