না থেকেও থাকল ক্রাইস্টচার্চ

ছবি: ছবিঃ সংগৃহীত

|| ডেস্ক রিপোর্ট ||
সকাল থেকেই সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে ছিটিয়ে আছে লন্ডনে টাইগারদের ইদ উদযাপনের ছবি। মুশফিক-মাহমুদুল্লাহ থেকে মোসাদ্দেক-সাইফুদ্দিনদের ছবিতে মুখরিত ছিল ফেসবুক-টুইটারসহ যোগাযোগের বিভিন্ন মাধ্যম।
অথচ একদিন আগেই কেউ জানত না কিভাবে ইদ পালন করতে যাচ্ছে টাইগাররা। এমনিতেই টাইগাররা দেশের ক্রিকেটপ্রেমী জনতার মধ্যমণি। কোন মসজিদে টাইগাররা নামাজ পড়বে, প্রচণ্ড আগ্রহ থাকার পরেও সেটা জানতে পারেনি কেউ।
দেশবাসীতো নয়ই, বরঞ্চ বিদেশে থাকা সাংবাদিকরাও এমন সংবাদের আশায় বহু চেষ্টা করেও কোনো হদিস বের করতে পারেনি। দলের ম্যানেজমেন্ট থেকে শুরু করে ক্রিকেটাররা সবাই যেন মুখে কলুপ এটে ছিলেন।

অবশেষে মঙ্গলবারের ছবিগুলো দেখেই শান্ত হল ক্রিকেটপ্রেমী মানুষরা। লন্ডনের সেন্ট্রাল মসজিদে ঈদের নামাজ আদায় করেছেন বাংলাদেশ দলের ক্রিকেটাররা।
প্রাইভেট কার ও মাইক্রোবাসে করে মঙ্গলবার লন্ডন সময় বেলা ১১টায় সেন্ট্রাল মসজিতে নামাজ আদায় করেছেন বাংলাদেশ দলের ক্রিকেটাররা। মূলত নিরাপত্তা ঝুঁকি এড়াতেই আমজনতার সাথে ঈদের নামাজ পড়ার অনুমতি পায়নি বাংলাদেশ দল।
ক্রিকেটে নিরাপত্তা ইস্যুতে নিকট অতীতের ঘটনায় সবচেয়ে বেশি পরিচিত বাংলাদেশ। ক্রাইস্টচার্চে জুমার নামাজ পড়তে গিয়ে সন্ত্রাসী হামলার পর শিকার হয় টাইগাররা।
এরপর ক্রিকেটারদের নিয়ে বাড়তি সতর্ক বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) ও আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি)। তাঁদের বাড়তি সতর্কতার কারণে আমজনতার সাথে ঈদের নামাজ পড়া হয়নি ক্রিকেটারদের।
এমনকি বাংলাদেশ দলকে টিম বাস ব্যবহারেরও অনুমতি দেয়া হয়নি আইসিসির পক্ষ থেকে। আইসিসি কোন দলকে নিয়ে ঝুঁকি নিতে চায়না।
ফলে বোঝাই যাচ্ছে তাঁরা ক্রাইস্টচার্চের ঘটনার ট্রমা থেকে এখনও তাঁরা বেরিয়ে আসতে পারেনি। এই প্রসঙ্গে বিসিবির এক কর্মকর্তা জানিয়েছেন, 'লন্ডনে অনেক বাঙালি থাকার কারণে আইসিসি নিরাপত্তা দিতে অপারগতা প্রকাশ করেছে।'