প্রথম দশ ওভারে চোখ সৌম্যের

ছবি: ছবিঃ সংগৃহীত

|| ক্রিকফ্রেঞ্জি করেসপন্ডেন্ট ||
নিউজিল্যান্ডের বিপক্ষে ম্যাচে উইকেটে যদি বল সুইং করে তাহলে প্রথম দশ ওভার উইকেট না হারিয়ে খেলার সিদ্ধান্ত নিয়েছে টাইগাররা। দলের ওপেনার সৌম্য সরকার মঙ্গলবার দিন এমনটা জানিয়েছেন।
টিম সাউদি, ট্রেন্ট বোল্টদের গতির সঙ্গে সুইংয়ের মিশেলের প্রতিরোধ গড়ে বড় স্কোর তুলতেই এমন সিদ্ধান্ত নিয়েছে টাইগারদের টিম ম্যানেজমেন্ট। উল্লেখ্য, চলতি বছরের শুরুর দিকেই নিউজিল্যান্ডে তিনটি ওয়ানডে খেলেছিল টাইগাররা।
কিউই পেসারদের তোপের মুখে তিনটি ওয়ানডেতেই হেরেছে তাঁরা। টাইগারদের ইনিংসের প্রথম দশ ওভারে রীতিমতো রাজত্ব করেছে কিউই পেসাররা।

নেপিয়ারে প্রথম ওয়ানডেতে দশ ওভারে ৫০ রান তুলতে চার উইকেট হারায় টাইগাররা। ক্রাইস্টচার্চে দ্বিতীয় ওয়ানডেতে দশ ওভারে টাইগারদের সংগ্রহ ছিল দুই উইকেটে ৩২। এছাড়া ডুনেডিনে শেষ ওয়ানডেতে টাইগারদের আবারো ভরাডুবি (৪০ রানে চার উইকেট) হয়েছিল।
সৌম্য জানান, 'প্রথম দশ ওভারে আমরা যদি কোনো উইকেট না হারিয়ে, যে রানই নিতে পারি আমাদের জন্য ভালো হবে। তাদের মূল শক্তিই সুইং। আমি যেটা দেখেছি ১০ ওভারের মধ্যে ওরা দ্রুত উইকেট নিচ্ছে।
'এটা যদি আমরা ঠিক ভাবে করতে পারি তাহলে আমাদের জন্য ভালো হবে। যদি উইকেটটা ওইরকম থাকে, আমরা যদি রান বের করে ফেলতে পারি তাহলে ওদের জন্য অনেক চাপ তৈরি হবে।'
দক্ষিণ আফ্রিকার বিপক্ষে নিজেদের প্রথম ম্যাচে দশ ওভারে টাইগাররা করেছিল এক উইকেট হারিয়ে ৬৫ রান। পরবর্তী ম্যাচে ফ্ল্যাট উইকেট পেলে সুযোগ হাতছাড়া করতে নারাজ সৌম্য।
'আগের দিন পরিকল্পনা যে ওটাই ছিল তা না। মাঠে গেলে বল অনুযায়ী খেলতে হবে। ওইদিন পাওয়ার প্লে তে অনেক রান এসেছে, পরের ম্যাচে নাও আসতে পারে।
'আগে দেখতে হবে উইকেট, গুনাগুণ বুঝে খেলতে হবে। যদি বাজে বল হলে সেটাকে মারতে হবে। যদি রান আসে ওইভাবে আনতে হবে।'; জানিয়েছেন সৌম্য।