চাপে থাকবে নিউজিল্যান্ডঃ সৌম্য

ছবি: ছবিঃ সংগৃহীত

|| ক্রিকফ্রেঞ্জি করেসপন্ডেন্ট ||
কেনিংটন ওভালে বাংলাদেশের বিপক্ষে চাপে থাকবে নিউজিল্যান্ড, মনে করছেন টাইগার ওপেনার সৌম্য সরকার। বড় আসরে বড় দলের তকমা নিয়েই খেলছে নিউজিল্যান্ড।
এছাড়া চলমান বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচে শ্রীলংকাকে দশ উইকেটের বড় ব্যবধানে হারিয়েছে কিউইরা। বিশ্বকাপের আগে টাইগারদের বিপক্ষে ঘরের মাঠেও দাপট দেখিয়ে (৩-০ ব্যবধানে) সিরিজ জিতেছিল তাঁরা।

ম্যাচের আগে প্রত্যাশার পারদ তাই একটু বেশিই থাকার কথা কেন উইলিয়ামসনের দলের দিকে। একথাই মনে করিয়ে দিলেন সৌম্য সরকার। জাতীয় দলের এই ওপেনার মঙ্গলবার দিন জানান,
'দিন শেষে এটা একটি বড় টুর্নামেন্ট। বড় টুর্নামেন্টে একটা চাপ থাকেই। যারাই বলবে নিউজিল্যান্ড বড় দল। তাদের জন্য আরও বেশি চাপ থাকবে। তাদের প্রত্যাশা বেশি থাকবে।'
তবে নিজেদের শতভাগ উজাড় করে দিতে প্রস্তুত থাকবে টাইগাররাও। কিউইরা চাপে থাকলেও সমান অবস্থানে মাঠে নামবে দুই দল, বক্তব্য এই ড্যাশিং ওপেনারের।
'আমরা চেষ্টা করবো মানসিক ভাবে শন্ত থাকার চেষ্টা করবো এবং আমরা যে জেতার জন্যই মাঠে নামবো এটা সবার বিশ্বাস করে নামতে হবে। আমরা মাঠে নামছি এখন যদি আমরা কাউকে উপরে দেখি, নিজেদের নিচে দেখি তাহলে বিষয়টা ঠিক হবে না।
'তো মাঠে যখন নামব সবাই সবার শতভাগ দিব। জেতার জন্যই নামছি। প্রতিপক্ষ যত পরিচিত কেউ হোক বা অপরিচিত কেউ হোক।'