খেলার ধরণ পরিবর্তনে অনীহা সৌম্যের

ছবি: ছবিঃ সংগৃহীত

|| ক্রিকফ্রেঞ্জি করেসপন্ডেন্ট ||
নিজস্ব খেলার ধরণে সন্তুষ্ট জাতীয় দলের ওপেনার সৌম্য সরকার। জাতীয় দলের এই ওপেনার যতক্ষণ উইকেটে থাকেন ততক্ষণই চেষ্টা করেন স্বভাবসুলভ আগ্রাসী ব্যাটিংয়ে দলের জন্য ভূমিকা রাখতে।
লন্ডনের কেনিংটন ওভালে টিম সাউদি, ট্রেন্ট বোল্টদের গতির পাশাপাশি সুইং সামলানোর পরীক্ষাও দিতে হবে টাইগারদের। তবে নিউজিল্যান্ডের বিপক্ষে খেলায় কোনো পরিবর্তন আসবে না তাঁর, জানিয়ে দিয়েছেন এই টাইগার ওপেনার।

'আমি সবসময় বলেছি যে আমি আমার মতো খেলার চেষ্টা করি। হয়তো ইনিংস মাঝে মধ্যে দুর্বল হয় বা লম্বা হয়, তো যতটুকু সময়ই থাকি চেষ্টা করি দলকে একটা ভালো অবস্থান এনে দেওয়ার।
'যে রানই করি না কেন, ১০ হোক, ২০ হোক বা সেঞ্চুরি হোক, সেটা যেন দলের কাজে লাগে। আমার একটা ব্যক্তিগত পরিকল্পনা বলতে পারেন, তো ওইভাবেই খেলি আরকি।'
আগ্রাসী ব্যাটিংয়ে কি প্রতিপক্ষের আত্মবিশ্বাসে শুরু থেকেই চিড় ধরাতে চান সৌম্য? এমন প্রশ্নের জবাবে নির্বিকার ইনফর্ম এই ওপেনার। নিজের ক্রিকেটীয় দর্শনই মূলমন্ত্র তাঁর।
'ওইরকম কোনো চিন্তা না। কোনো দলকে চাপে ফেলার জন্য না। আমি নিজের মতই খেলি। কিছু বল যদি আমার মতো পাই, সেগুলোকে কাজে লাগানোর চেষ্টা করি, এটা আমার বা দলের জন্য কাজে দেয়। আমি আমার পরিকল্পনায় থাকার চেষ্টা করি।'