পুরোপুরি প্রস্তুত বাংলাদেশ

ছবি: ছবি- সংগৃহীত

|| ক্রিকফ্রেঞ্জি করেসপন্ডেন্ট ||
নিউজিল্যান্ডের বিপক্ষে মাঠে নামতে পুরোপুরি প্রস্তুত বাংলাদেশ, জানিয়েছেন দলের ম্যানেজার খালেদ মাহমুদ সুজন। দক্ষিণ আফ্রিকাকে ২১ রানে হারানোর পর আত্মবিশ্বাসের দিক থেকে অনেকটাই এগিয়ে আছে মাশরাফির দল।
তার ওপর বেঞ্চের শক্তিও আস্থা যোগাচ্ছে সুজনকে। লিটন, সাব্বির, রুবেল, রাহি সকলেই নেটে ভালো করছেন বলে আত্মবিশ্বাসের পারদ আরো বৃদ্ধি পেয়েছে সুজনের। কিউইদের বিপক্ষে পূর্ণ প্রস্তুত বাংলাদেশ জানিয়ে তিনি বলেছেন,

'সবকিছু আসলে উইকেটের ওপর নির্ভর করে, তবে আমরা প্রস্তুত। যে চারজন খেলোয়াড় সেদিন পারফর্ম করেছে তারা সকলেই ভালো খেলোয়াড়। আমাদের বেঞ্চ অনেক শক্তিশালী। সাব্বির নিউজিল্যান্ডে সেঞ্চুরি হাঁকিয়েছিল। লিটন দাস পারফর্ম করছে। রুবেল হোসেন দারুণ বোলিং করছে নেটে এবং আবু জায়েদ রাহিও আয়ারল্যান্ডে নিজেকে প্রমাণ করেছে।'
তবে কেনিংটন ওভালের উইকেট দেখার পরেই চূড়ান্ত একাদশ নির্বাচন করা হবে, নিশ্চিত করেছেন সুজন। এই প্রসঙ্গে তাঁর ভাষ্য, 'উইকেট দেখার পর যদি আমাদের কিছু পরিবর্তন আনতে হয়, আমরা তার জন্য প্রস্তুত আছি।'
গত নিউজিল্যান্ড সফরের পুরোটাতে জয় বঞ্চিত ছিল বাংলাদেশ। শক্তিমত্তার দিক থেকে মাশরাফিদের থেকে অনেকটা এগিয়েও আছে কিউইরা। তবে এরপরেও বাংলাদেশ তাদেরকে হারাতে সক্ষম হবে বলে বিশ্বাস করছেন ম্যানেজার সুজন। তিনি বলেছেন, 'নিউজিল্যান্ডকে আমরা সমীহ করছি, তারা শক্তিশালী দল, তবে আমি এটাও বিশ্বাস করি যে তাদের হারাতে আমরা সক্ষম।'