তিন নম্বরের 'গুরুদায়িত্ব' উপভোগ করছেন সাকিব

ছবি: ছবিঃ আইসিসি

|| ক্রিকফ্রেঞ্জি করেসপন্ডেন্ট ||
তিন নম্বর পজিশনে ভালো খেলতে পেরে আনন্দিত সাকিব আল হাসান। বিশ্বকাপের মতো বড় মঞ্চে দলের হয়ে গুরুদায়িত্ব পালনে সন্তোষ প্রকাশ করেছেন তিনি। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ৭৫ রানের ইনিংস খেলা সাকিব ম্যাচ শেষে জানিয়েছেন নিজের অভিব্যক্তি।
উল্লেখ্য, দেড় বছর আগেও বাংলাদেশ দলের সবচেয়ে বড় সমস্যার নাম ছিল ব্যাটিংয়ে তিন নম্বর পজিশন। অনেক পরীক্ষা নিরীক্ষায় কেউই সেখানে থিতু হতে পারেননি। ২০১৮ সালের আগে অল্প কয়েকবার তিন নম্বরে নেমেছিলেন সাকিব।
২০১৮ সালের শুরুতে ঘরের মাঠে ত্রিদেশীয় সিরিজ থেকে তিন নম্বরে নামা শুরু করলেন সাকিব। ইনজুরির কারণে বিশ্বকাপ পর্যন্ত অনেক ম্যাচেই তিনি খেলেননি, তবে যেসব ম্যাচে খেলেছেন সেগুলোতে আলো ছড়িয়েছেন। সাকিব জানান,

'তিন নম্বরে নেমে আমার সম্ভবত ১০-১২ ইনিংসের মতো খেলা হয়ে গিয়েছে। আমি এই পজিশনে খেলে উপভোগ করছি। দলের জয়ে অবদান রাখতে পেরে ভালো লাগছে। আরও অনেক দূর যেতে হবে।'
ত্রিদেশীয় সিরিজের ফাইনালে ফিল্ডিংয়ের সময় হাতের আঙুলে আঘাত পেয়ে ইনজুরি আক্রান্ত হন সাকিব। একই ইনজুরি নিয়ে ২০১৮ সালের শেষের দিকে এশিয়া কাপের শুরুরভাগও খেলেছেন তিনি।
তবে এশিয়া কাপে তিন নম্বরে নামতে দেখা যায়নি সাকিবকে। নেমেছিলেন পাঁচে। সাকিবকে তিন নম্বরে পেয়ে দারুণ আনন্দিত অধিনায়ক মাশরাফি। সাকিবকে তিনে নামানোর সিদ্ধান্ত নিয়ে মাশরাফি জানান,
'আমরা গত বছর থেকে সাকিবকে তিন নম্বরে খেলিয়ে আসছি। তবে ফাইনালে সে ইনজুরিতে পড়ে এবং তাঁর ছয় মাস সময় লাগে ফিরে আসতে। এরপর সে যখন ফিরে আসে তখন কিছু ম্যাচে সে পাঁচে খেলেছে।
'এরপর আমরা ভেবেছিলাম যে তাঁর অনেক অভিজ্ঞতা রয়েছে এবং টপ অর্ডারে সে আরো দায়িত্ব নিয়ে খেলতে পারবে এবং সব ধরণের চাপ সামলাতে পারবে ও নিজের সেরাটা দিতে পারবে। এটাই আসলে মূল চিন্তা ছিলো এর পেছনে।'