বিশ্বকাপের চতুর্থ দিনের সেরাঃ সাকিব আল হাসান

ছবি: ছবিঃ রতন গোমেজ

|| ডেস্ক রিপোর্ট ||
প্রোটিয়াদের বিপক্ষে বিশ্বকাপে নিজেদের উদ্বোধনী ম্যাচে দারুণ এক জয় ছিনিয়ে নিয়েছে টাইগাররা। দারুণ এই জয়ে ব্যাটে-বলে দলকে পথ দেখিয়েছেন সাকিব আল হাসান।
বিশ্বসেরা এই অলরাউন্ডার তাঁর পছন্দের জায়গা, তিন নম্বরে খেলে করছেন ৭৫ রান। দলীয় ৬০ রানে তামিম ফিরে যাওয়ার পর মাঠে আসেন তিনি।

এরপর দলীয় ৭৫ রানে সৌম্য সরকার ফিরে গেলে উইকেটে আসেন উইকেটরক্ষক ব্যাটসম্যান মুশফিকুর রহিম। মুশফিকের সঙ্গে সাকিব গড়েন ১৪২ রানের জুটি।
মূলত এই জুটিতে ভর করেই এগিয়ে গিয়েছে বাংলাদেশ। শেষের দিকে মাহমুদুল্লাহ রিয়াদ এবং মোসাদ্দেক হোসেনের ক্যামিওতে স্কোর বোর্ডে ৩৩০ রান তুলতে পেরেছে বাংলাদেশ।
এরপরে বল হাতেও দলকে ছন্দে ফেরান সাকিব। প্রোটিয়া ওপেনার এইডেন মার্করামকে ব্যক্তিগত ৪৫ রানে বোল্ড করে প্যাভিলিয়নের পথ দেখান তিনি।
ফ্ল্যাট উইকেটে দশ ওভারে ৫০ রান খরচায় মার্করামের উইকেটটি অর্জন করেন সাকিব। ফিল্ডিংয়েও অবদান রেখেছেন তিনি। প্রোটিয়া পেসার অ্যান্ডিল ফেহলুকায়োর ক্যাচ লুফে নিয়েছেন তিনি। সব কিছু মিলিয়ে বিশ্বকাপের রবিবারের ম্যাচের দিনের সেরা সাকিব।