promotional_ad

মিঠুনকেও ফেরালেন তাহির

ছবিঃ সংগৃহীত
promotional_ad

|| ডেস্ক রিপোর্ট ||


সংক্ষিপ্ত স্কোরঃ


বাংলাদেশঃ ২৪৪/৪ (৪০ ওভার)


দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ম্যাচ দিয়ে আজ বিশ্বকাপের মিশন শুরু করেছে বাংলাদেশ দল। এই ম্যাচের শুরুতে টসে জিতে আগে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন প্রোটিয়া অধিনায়ক ফাফ ডু প্লেসিস। ফলে আগে ব্যাটিং করছে বাংলাদেশ।


মিঠুনকেও ফেরালেন তাহিরঃ


সাকিবের বিদায়ের পর মুশফিককে বেশ ভালোই সঙ্গ দিচ্ছিলেন মোহাম্মদ মিঠুন। তিনি ২১ রান করে তাহিরের দ্বিতীয় শিকার হন বোল্ড হয়ে।


তাহিরের স্পিনে ধরাশায়ী সাকিবঃ


তাহিরের বলে বোল্ড হয়ে আউট হয়েছেন দুর্দান্ত খেলতে থাকা সাকিব। তাঁর ব্যাট থেকে এসেছে ৮৪ বলে ৭৫ রান।


দলীয় দ্বিশতকে বাংলাদেশঃ


সাকিব-মুশফিকের ব্যাটে মাত্র ৩২ ওভারেই দলীয় দ্বিশতকে পৌঁছে যায় বাংলাদেশ।


সাকিবের পর মুশফিকের অর্ধশতকঃ


২৯ তম ওভারের চতুর্থ বলে ফেলহুকেয়োকে চার হাঁকিয়ে অর্ধশতক তুলে নেন মুশফিক। তাঁর ইনিংসটি সাজানো ৬ চারে।



promotional_ad

সাকিবের অর্ধশতকঃ


শুরু থেকে দেখেশুনে খেলে মাত্র ৫৪ বলে অর্ধশতক তুলে নিয়েছেন সাকিব। তাঁর ইনিংসটি সাজানো রয়েছে ৫টি চার ও ১টি ছয়ে।


বাংলাদেশের দলীয় শতকঃ


দুই ওপেনার ফিরে গেলে বাংলাদেশের রানের চাকা সচল রাখেন মুশফিকুর রহীম ও সাকিব আল হাসান। এই দুজনের ব্যাটেই ১৬ ওভারে দলীয় শতকে পৌঁছায় বাংলাদেশ দল।


সৌম্যকে ফেরালেন মরিসঃ


৩০ বলে ৪২ রানের ইনিংস খেলে সৌম্য ক্রিস মরিসের বলে উইকেটের পেছনে ক্যাচ দিয়েছেন কুইন্টন ডি ককের হাতে। সৌম্যর ইনিংসটি সাজানো ছিল ৯ চারে।


আম্পায়ার্স কলে বাঁচলেন সৌম্যঃ


ফেহলুকেয়োর করা ১১তম  ওভারের প্রথম বলটি সৌম্যর প্যাডে লাগে। দক্ষিণ আফ্রিকার জোড়ালো আবেদন ফিরিয়ে দেন আম্পায়ার। তবে প্রোটিয়া অধিনায়ক রিভিউ নেন। রিভিউয়ে দেখা যায় বল লেগ স্ট্যাম্প স্পর্শ করেছে। তবে আম্পায়ার্স কলের কারণে বেঁচে যান সৌম্য।


পাওয়ার প্লে'তে রানের চাকা সচলঃ


পাওয়ার প্লে'র ১০ ওভার শেষে বাংলাদেশের সংগ্রহ ১ উইকেট হারিয়ে ৬৫ রান। 


ফিরলেন তামিমঃ


আন্দাইল ফেহলুকেয়োর বলে উইকেটের পেছনে ক্যাচ দিয়ে আউট হয়েছেন তামিম। তাঁর ব্যাট থেকে এসেছে ২৯ বলে ১৬ রান। তাঁর ইনিংসটি ছিল ২টি চারে সাজানো। 



দলীয় অর্ধশতকে বাংলাদেশঃ


মাত্র ৭ ওভারে দলীয় অর্ধশতকে পৌঁছায় বাংলাদেশ দল।


হাত খুলে খেলছেন সৌম্যঃ


শুরু থেকে দেখে শুনে খেললেও হাত খুলে খেলা শুরু করেছেন সোম্য। লুঙ্গি এনগিদির করা পঞ্চম ওভারে সবচেয়ে বেশি বিধ্বংসী ছিলেন সৌম্য। সেই ওভারেই তিনি তুলে নিয়েছেন ১৩ রান। এর মধ্যে তিনটি ছিল চারের মার। এর পরের ওভারে রাবাদাকে একটি চার হাঁকান তামিম।


তামিম-সৌম্যর সাবধানী শুরুঃ


ব্যাটিংয়ে নেমে শুরু থেকেই দেখে শুনে খেলতে থাকেন দুই টাইগার ওপেনার তামিম ইকবাল ও সৌম্য সরকার। 


বাংলাদেশ একাদশঃ


তামিম ইকবাল, সৌম্য সরকার, সাকিব আল হাসান, মুশফিকুর রহিম, মাহমুদুল্লাহ রিয়াদ, মোহাম্মদ মিঠুন, মোসাদ্দেক হোসেন মেহেদি হাসান মিরাজ, মোহাম্মদ সাইফুদ্দিন, মাশরাফি বিন মর্তুজা (অধিনায়ক), মুস্তাফিজুর রহমান। 


দক্ষিণ আফ্রিকা একাদশঃ


কুইন্টন ডি কক, ফাফ ডু প্লেসিস (অধিনায়ক), ডেভিড মিলার, এইডেন মার্করাম, জেপি ডুমিনি, ভ্যান ডার ডাসেন, আন্দাইল ফেহলুকেয়ো, কাগিসো রাবাদা, লুঙ্গি এনগিদি, ইমরান তাহির,  ক্রিস মরিস। 



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball