প্রোটিয়াদের সমীহ করেই নামছেন মাশরাফিরা
ছবি: ছবিঃ সংগৃহীত

|| ক্রিকফ্রেঞ্জি করেসপন্ডেন্ট ||
পরিষ্কার এগিয়ে থাকবে দক্ষিণ আফ্রিকা, তবে ছেড়ে কথা বলবে না বাংলাদেশ দলও; নিজেদের প্রথম ম্যাচে মাঠে নামার আগে স্পষ্ট জানিয়ে দিয়েছেন মাশরাফি বিন মর্তুজা।
দলের অভিজ্ঞ ক্রিকেটারদের পাশপাশি শেষ সময়ে জ্বলে উঠেছেন সৌম্য-সাইফুদ্দিনের মতো তরুণরাও। সাম্প্রতিক পারফর্মেন্সও বেশ আশা জাগানিয়া বাংলাদেশ দলের। একারণে নিজেদের সামর্থ্যে বিশ্বাস রাখছেন অধিনায়ক।

মাশরাফি জানান, 'আমরা কোন দিক থেকেই বিশ্বকাপের ফেভারিট না। উইকেট বলেন, যাই বলেন, এমনকি কালকের ম্যাচের কথাও যদি বলে তাহলে দক্ষিণ আফ্রিকা অবশ্যই ফেভারিট হিসেবেই খেলবে। তবে এটাও সত্যি কথা আমরাও এখানে আমাদের সেরাটা খেলব।
'আমরা প্রস্তুতি নিয়েছি আমরা অবশ্যই চাইব জিততে। চাইব যেন কাল আমরা ভালো করি। আমরা কোন জায়গা থেকেই ভাবছি না আমরা ম্যাচটা হেরে যাব।'
ম্যাচে টাইগারদের দিকে তাকিয়ে ১৬ কোটি বাঙালি। ক্রিকেটারদের প্রতি অতি প্রত্যাশা যেন তাঁদের ওপরে চাপ সৃষ্টি না করে এদিকেও সমর্থকদের খেয়াল রাখতে বললেন মাশরাফি।
'আমাদের অনেক খেলোয়াড়রাও মনে করছেন আমরা ভালো করব। এটা ভালো, আমি বলছি না যে প্রত্যাশা করা খারাপ। অনেক সময় এটা সেরাটা বের করে আনে। আমার কথা হচ্ছে প্রত্যাশা যেন চাপ সৃষ্টি না করে।'