উইকেট বাঁচিয়ে খেলতে চায় বাংলাদেশ

ছবি: ছবিঃ- বিসিবি

|| ক্রিকফ্রেঞ্জি করেসপন্ডেন্ট ||
দক্ষিণ আফ্রিকার বিপক্ষে উইকেট বাঁচিয়ে খেলার চিন্তাভাবনা করছে বাংলাদেশ। দ্রুত উইকেট পতন না ঘটলে স্কোরবোর্ডেও ভালো রান তোলা সম্ভব বলে মনে করছেন অধিনায়ক মাশরাফি বিন মর্তুজা।
এখন পর্যন্ত যে কয়েকটি ম্যাচ হয়েছে বিশ্বকাপে, তাঁর মধ্যে কেবল ইংল্যান্ডই করেছে তিনশ রানের বেশি। এছাড়া শ্রীলংকা, আফগানিস্তান বা পাকিস্তান কেউই আগে ব্যাট করে সুবিধা করতে পারেনি দ্রুত উইকেট পতনের জন্য।

ম্যাচের আগের দিন মাশরাফি জানান, 'এখানে দ্রুত উইকেট পড়ে গেলে বড় রান করতে একটু সমস্যা হবে। আমাদের ব্যাটিং করার সময় দ্রুত উইকেট না দেয়ার দিকে খেয়াল রাখতে হবে।
'মানসিকতা ওটা থাকতেই হবে। আমরা আগে ব্যাটিং করে যে সংগ্রহ করব ওটা নিয়েই আমাদের লড়াই করতে হবে। এখন পর্যন্ত যতগুলো ম্যাচ দেখেছি আ??ার কাছে মনে হয় দ্রুত উইকেট পড়ে যাচ্ছে এই কারণে রান বেশি হচ্ছে না।'
বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচে ইংল্যান্ডের ছুঁড়ে দেওয়া ৩১২ রানের লক্ষ্যে খেলতে নেমে ৩.৫ ওভারেই হাশিম আমলাকে হারায় প্রোটিয়ারা। জফরা আর্চারের বলে ইনজুরি আক্রান্ত হয়ে মাঠ ছাড়েন আমলা।
এরপর টানা দুই উইকেট হারিয়ে ম্যাচ থেকেই ছিটকে যায় প্রোটিয়ারা। এমন দৃষ্টান্ত থেকে শিখেছে বাংলাদেশ। ঘটনাটি টেনে এনে মাশরাফি জানান,
'দক্ষিণ আফ্রিকার ক্ষেত্রে আমার কাছে মনে হয় যে হাশিম আমলার সেট হওয়াটা অনেক গুরুত্বপূর্ণ ছিল তাদের জন্য। আমলা চলে যাওয়ার পর দুইটা উইকেট পড়ে যায়। আসলে একটা ঘটনা কিংবা ছোট খাটো কারণগুলোই দলকে পিছিয়ে দেয়।'