আমাদের দলে কোন এক্স ফ্যাক্টর নেইঃ ম্যাথিউস

ছবি: ছবিঃ সংগৃহীত

|| ডেস্ক রিপোর্ট ||
বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচে নিউজিল্যান্ডকে হারানোর ব্যাপারে আত্মবিশ্বাসী শ্রীলংকা। দলে কোন এক্স ফ্যাক্টর না থাকলেও নিজেদের সামর্থ্যের কারণে সবার থেকে লঙ্কানদের সবার থেকে আলাদা ভাবছেন ম্যাথিউস।
বিশ্বকাপে সফল হতে হলে দলের সবাইকে ঐক্যবদ্ধ হয়ে খেলতে হবে বলে মনে করছেন তিনি। বিশ্বকাপে নতুন অধিনায়কের হাত ধরে মাঠে নামছে শ্রীলংকা। সেই সঙ্গে দলের পারফর্মেন্সও তেমন সন্তোষজনক নয়।

সব মিলিয়ে আত্মবিশ্বাসের ঘাটতি রয়েছে দলের মাঝে। সাবেক অধিনায়ক এবং অলরাউন্ডার অ্যাঞ্জেলো ম্যাথিউস অবশ্য ম্যাচ বাই ম্যাচ পরিকল্পনা মোতাবেক এগোতে চান।
'আমরা বাকিদের থেকে একটু হলেও আলাদা কারণ আমাদের বড় কোন পাওয়ার হিটার নেই, ১৪৫ গতিতে বল করবে এমন বোলারও অনেক কম আছে, কিন্তু আমরা যেটায় ভালো সেটায় আমরা সবার চেয়ে ভালো।
'দল হিসেবে ঐক্যবদ্ধ হয়ে খেলার পাশাপাশি ৩ বিভাগে ভালো খেললে আমরা বিশ্বাস করি যে নিউজিল্যান্ডকেও হারাতে পারবো।'
পহেলা জুন বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচে জয়ের উদ্দেশ্য নিয়ে নিউজিল্যান্ডের বিপক্ষে মাঠ নামবে নিউজিল্যান্ড। বাংলাদেশ সময় বিকেল সাড়ে তিনটায় শুরু হবে ম্যাচটি।