আমরা যে কাউকে হারাতে পারিঃ উইলিয়ামসন

ছবি: ছবিঃ সংগৃহীত

|| ডেস্ক রিপোর্ট ||
বিশ্বকাপে ইংল্যান্ড, ভারত, অস্ট্রেলিয়ার মতো দলগুলোর শক্তিমত্তা নিয়ে যেভাবে আলোচনা হচ্ছে, তার ছিটেফোঁটাও হচ্ছে না নিউজিল্যান্ড নিয়ে। তবে কিউই অধিনায়ক কেন উইলিয়ামসনের দাবী, যে কাউকেই হারাতে পারে তাঁর দল।
নিজেদের স্বভাবসুলভ ক্রিকেট খেলেই লড়াই করতে চান কিউই অধিনায়ক। শ্রীলংকার বিপক্ষে বিশ্বকাপে নিজেদের উদ্বোধনী ম্যাচের আগে জানান,

'আমরা জানি র্যাঙ্কিংয়ের উপরের দিকের দলগুলো এই কন্ডিশনে ফেভারিট। তারপরেও আমরা যে ধরণের ক্রিকেট খেলছি এবং যেভাবে খেলছি এটা আমাদের জন্য গুরুত্বপূর্ণ।
'এতে প্রমাণ হয় আমরা লড়াই করার মতো দল। যদি আমরা লড়াই করতে পারি, তাহলে আমরা যে কাউকে হারিয়ে দিতে পারি।
ইংল্যান্ডের কন্ডিশনে ফ্ল্যাট উইকেটে খেলা হওয়াতে হাই স্কোরিং ম্যাচ হওয়ার সম্ভাবনাই বেশি। তবে কন্ডিশনের সঙ্গে মানিয়ে নেওয়াকেই বড় পরীক্ষা বলছেন উইলিয়ামসন।
আমার মনে হয় অন্য দল যেভাবে খেলছে সেটা তাঁদের সাথে মানানসই। হাই স্কোরিং ম্যাচ নিয়ে অনেক কথা হচ্ছে। কিন্তু আমার মনে হচ্ছে, কিছু ম্যাচে এমন হবে না, বরঞ্চ কন্ডিশনের সঙ্গে মানিয়ে নেওয়াই গুরুত্বপূর্ণ হবে।