'লেগ স্পিন' ফর্মুলা অনুসরণ করবেন ফিঞ্চ?

ছবি: সংগৃহীত

|| ডেস্ক রিপোর্ট ||
বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচে ইংল্যান্ডের বিপক্ষে প্রোটিয়াদের হয়ে বল হাতে ইনিংস শুরু করেছিলেন লেগ স্পিনার ইমরান তাহির। এবার আফগানিস্তানের বিপক্ষে একই রকম পরিকল্পনা করতে যাচ্ছেন অস্ট্রেলিয়ার অধিনায়ক অ্যারন ফিঞ্চ।
নিজেদের প্রথম ম্যাচে শনিবার মাঠে নামছে বর্তমান চ্যাম্পিয়ন অস্ট্রেলিয়া এবং আফগানিস্তান। দিবা-রাত্রির ম্যাচে ব্রিস্টলে বাংলাদেশ সময় সন্ধ্যা ৬.৩০ মিনিটে মুখোমুখি হচ্ছে দুই দল। ম্যাচের আগে পরিকল্পনার কথা জানানোর সময় ফিঞ্চ বলেন,
'নতুন বলে তাহির দারুন করেছে। এটা অবাক করার মতো বিষয় ছিল। আমাদের অনেকগুলো অপশন আছে হাতে। যদি দুজন বাঁহাতি নামে তাহলে আমাদের ম্যাক্সওয়েল আছে অথবা ফাস্ট বোলাররা আছে। জাম্পা বিগ ব্যাশ এবং টি-টুয়েন্টিতে বল হাতে ইনিংস শুরু করেছে, তবে অস্ট্রেলিয়ার বিপক্ষে সে অমনটা করতে পারেনি।'
এদিকে অস্ট্রেলিয়ার বিপক্ষে এখন পর্যন্ত দুই ম্যাচ খেলে একটিতেও জয় পায়নি আফগানিস্তান। দুটো ম্যাচই বেশ কয়েক বছর আগে (২০১২ এবং ২০১৫ সালে)।

তবে কাগজে কলমে বা আপেক্ষিক ক্ষেত্র বিবেচনায়- উভয় দিকেই অনেক বেশী এগিয়ে আছে ???স্ট্রেলিয়া। সাম্প্রতিক সময়ে ব্যাটে-বলে দুর্দান্ত ক্রিকেট খেলছে অ্যারন ফিঞ্চের দল।
বিশ্বকাপে আসার আগে ভারত এবং পাকিস্তানকে ওয়ানডে সিরিজ হারিয়েছে তাঁরা। এছাড়া বিশ্বকাপ পূর্ববর্তী প্রস্তুতি ম্যাচে শক্তিশালী ইংল্যান্ড এবং দুর্বল শ্রীলংকাকে হারিয়েছে তাঁরা।
দলীয় কম্বিনেশনেও দুর্দান্ত অস্ট্রেলিয়া। নিষেধাজ্ঞা কাটিয়ে স্টিভ স্মিথ এবং ডেভিড ওয়ার্নার দলে ফেরার পর আরও বেশী ছন্দে অস্ট্রেলিয়া। দলের ব্যাটিং বা বোলিং অর্ডারে অনিবার্য দাপট তাঁদের।
তবে গুলবাদিন নাইবের আফগানিস্তানও ছেড়ে কথা বলবার মতো দল নয়। হযরতউল্লাহ জাজাই বা নাজিবুল্লাহ জাদরানদের নিয়ে লড়াই করবার মতো দল তাঁদের।
যদিও আফগানিস্তানের মূল শক্তি দলের বোলিং লাইনআপ। রশিদ খান, মুজিব উর রহমানদের নিয়ে দলটির বোলিং লাইনআপ যেকোনো দলকেই চ্যালেঞ্জ জানানোর মতো।
সম্ভাব্য একাদশঃ-
অস্ট্রেলিয়াঃ- ডেভিড ওয়ার্নার, অ্যারন ফিঞ্চ (অধিনায়ক), উসমান খাওয়াজা, স্টিভ স্মিথ, গ্লেন ম্যাক্সওয়েল, মার্কাস স্টইনিস, অ্যালেক্স কারি (উইকেটরক্ষক), অ্যাডাম জাম্পা, মিচেল স্টার্ক, ন্যাথান কোল্টার নাইল, জেসন বেহরেনড্রফ।
আফগানিস্তানঃ- হযরতউল্লাহ জাজাই, রহমত শাহ (উইকেটরক্ষক), হাশমতউল্লাহ শহীদি, আসগর আফগান, গুলবাদিন নাইব (অধিনায়ক), নাজিবুল্লাহ জাদরান, মোহাম্মদ নবী, রশিদ খান, আফতাব আলম, হামিদ হাসান, সামিউল্লাহ শেনওয়ারী।