দিনের সেরাঃ ওশানে থমাস

ছবি: ছবিঃ আইসিসি

|| ডেস্ক রিপোর্ট ||
এবারের বিশ্বকাপের প্রথম ওভার করেছেন প্রোটিয়া স্পিনার ইমরান তাহির। সেই ওভারেই জনি বেয়ারস্টোকে ফিরিয়ে দিয়ে আলো ছড়িয়েছিলেন তিনি। দ্বিতীয় দিনে সকল আলো নিজের দিকে টেনে নেন পাকিস্তান এবং উইন্ডিজের পেসাররা।
এদিনে উইকেট পড়েছে মোট ১৩ টি। সবগুলোই নিয়েছেন পেসাররা। প্রথমে দাপট দেখান উইন্ডিজ পেসাররা। ওশানে থমাস, জেসন হোল্ডার, আন্দ্রে রাসেল এবং শেলডন কটরেলের সামনে তো দাঁড়াতেই পারেনি পাকিস্তানের ব্যাটসম্যানরা।

এরপর বল হাতে চমক দেখিয়েছেন পাক পেসার মোহাম্মদ আমির। উইন্ডিজের তিনটি উইকেট নিতে পেরেছে পাকিস্তান, আর তিন জনই ফিরেছেন আমিরের বলে।
হোল্ডার তিনটি, রাসেল দুটি ও কটরেল নিয়েছেন একটি করে উইকেট। আর থমাস একাই নিয়েছেন চারটি উইকেট। গতি আর সুইংয়ের মিশ্রণে নজরকাড়া বোলিং করেছেন তিনি।
৫.৪ ওভার বল করে চারটি উইকেট নিতে তিনি খরচ করেছেন ২৭ রান। গতিময় পেসে পরাস্ত করেছেন বাবর আজমকে (২২)। উইকেটে থিতু হওয়ার আগেই তাঁকে বিদায় করেছেন তিনি।
এরপর অভিজ্ঞ অলরাউন্ডার মোহাম্মদ হাফিজকে ১৬ ফিরিয়ে দিয়ে উইন্ডিজকে আরও চিন্তা মুক্ত করেছেন তিনি। থমাসের বাকি দুই শিকারে পরিণত হন শাদাব খান এবং ওয়াহাব রিয়াজ।
দারুণ পারফর্মেন্সে ম্যান অফ দ্যা ম্যাচও নির্বাচিত হন তিনি। সবমিলিয়ে বিশ্বকাপের দ্বিতীয় দিনের সেরা এই ক্যারিবিয়ান পেসার।