বিশ্বকাপে ছক্কার বিশ্বরেকর্ড গেইলের

ছবি: ছবিঃ সংগৃহীত

|| ডেস্ক রিপোর্ট ||
বিশ্বকাপে সবচেয়ে বেশী ছক্কা হাঁকানোর রেকর্ড এখন ক্যারিবীয় দানব ক্রিস গেইলের। পাকিস্তানের বিপক্ষে ম্যাচ খেলতে নেমে এই রেকর্ড গড়েছেন তিনি।
এতদিন তালিকায় দ্বিতীয় অবস্থানে ছিলেন গেইল। তাঁর সমান ৩৭ টি ছক্কা হাঁকিয়ে তালিকার শীর্ষে ছিলেন সাবেক প্রোটিয়া ব্যাটসম্যান এবি ডি ভিলিয়ার্স। ইনিংস কম (২৩ টি) খেলার কারণে শীর্ষে ছিল ভিলিয়ার্সের নাম।
কিন্তু এখন আর কোনো সমীকরণ অবশিষ্ট রাখলেন না গেইল। পাকিস্তানের বিপক্ষে ৩৪ বলে ৫০ রান করার পথে তিনটি ছক্কা হাঁকানোর পর তাঁর মোট ছয়ের পরিমাণ ৪০ টি।

এনিয়ে পঞ্চম বিশ্বকাপে অংশ নিয়েছেন ৩৯ বছর বয়সী গেইল। বিশ্বকাপে সবচেয়ে বেশী ছক্কা হাঁকানো ব্যাটসম্যানদের তালিকায় তৃতীয়তে আছেন সাবেক অজি অধিনায়ক রিকি পন্টিং।
৪৬ ম্যাচে পন্টিংয়ের ছয়ের পরিমাণ ৩১ টি। তালিকায় চার নম্বরে আছেন সাবেক কিউই অধিনায়ক ব্রেন্ডন ম্যাককালাম। ৩৪ ম্যাচে তাঁর ছয়ের পরিমাণ ২৯ টি।
২৫ ম্যাচে ২৮ টি ছয় নিয়ে এই তালিকার পঞ্চম স্থানে আছেন সাবেক প্রোটিয়া ব্যাটসম্যান হার্শেল গিবস।