promotional_ad

পাকিস্তান-ওয়েস্ট ইন্ডিজের সম্ভাব্য একাদশ

ছবিঃ সংগৃহীত
promotional_ad

|| ডেস্ক রিপোর্ট ||


বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচে ওয়েস্ট ইন্ডিজদের বিপক্ষে মাঠে নামছে পাকিস্তান। নিজেদের প্রথম ম্যাচ হওয়ার কারণে ম্যাচটি দুই দলের কাছেই গুরুত্বপূর্ণ। জয়ের লক্ষ্য নিয়েই নটিংহ্যামের ট্রেন্ট ব্রিজে মাঠে নামবে তারা।


প্রথম ম্যাচে পাকিস্তানের একাদশে থাকা নিশ্চিত পেসার মোহাম্মদ আমিরের। বিশ্বকাপের আগে কোন ম্যাচ না খেললেও তাঁর উপর আস্থা রাখতে চাইছে টিম ম্যানেজম্যান্ট। এছাড়া ওয়াহাব রিয়াজ এবং হাসান আলিকে সঙ্গী হিসেবে পাবেন তিনি।


ব্যাটিং অর্ডারে পাকিস্তান দলে বড় কোন পরিবর্তন আসার সম্ভাবনা নেই। ইমাম উল হক এবং ফখর জামানের ব্যাটে ইনিংস শুরু করবে সরফরাজ আহমেদের দল। তিন নম্বরে থাকবেন অভিজ্ঞ বাবর আজম।



promotional_ad

দলের দুই সিনিয়র মোহাম্মদ হাফিজ এবং শোয়েব মালিকের সঙ্গে অধিনায়ক সরফরাজ আহমেদ দায়িত্ব পালন করবেন মিডেল অর্ডারে। এছাড়া লোয়ার অর্ডারে দ্রুত রান তুলতে দেখা যেতে পারে আসিফ আলিকে। 


তবে উইকেট স্পিন সহায়ক হলে তাঁর জায়গায় খেলবেন ইমাদ ওয়াসিম। লেগ স্পিনার শাদাব খান থাকবেন প্রতিপক্ষের ঘুম হারাম করতে। ৩ পেসার এবং ২ স্পিনার নিয়ে দলটির মাঠে নামার সম্ভাবনা বেশী।


অন্যদিকে উইন্ডিজ দলে ফিরেছেন ক্রিস গেইল, আন্দ্রে রাসেলরা। যেকারণে আগের থেকে অনেক শক্তিশালী ক্যারিবিয়ানরা। ওপেনিংয়ে এভিন লুইসের সঙ্গে জুটি বাঁধবেন গেইল। তিন নম্বরে ফর্মের তুঙ্গে থাকা শাই হোপের উপর আস্থা রাখবে ক্যারিবিয়ানরা।


এছাড়া ব্যাটিংয়ের শক্তি বাঁড়াতে একাদশে আন্দ্রে রাসেল, নিকোলাস পুরান, ড্যারেন ব্রাভো এবং কার্লোস ব্রাথওয়েটরা আছেন দলে। বোলিং বিভাগে কিমার রোচের সঙ্গে থাকবেন শেলডন কোট্রেল এবং অ্যাশলে নার্সরা।   



পাকিস্তান সম্ভাব্য একাদশঃ ইমাম উল হক, ফখর জামান, বাবর আজম, শোয়েব মালিক, হারিস সোহেল, সরফরাজ আহমেদ (অধিনায়ক), মোহাম্মদ হাফিজ, আসিফ আলি/ইমাদ ওয়াসিম, শাদাব খান, মোহাম্মাদ আমির, ওয়াহাব রিয়াজ, হাসান আলি। 


ওয়েস্ট ইন্ডিজ সম্ভাব্য একাদশঃ এভিন লুইস, ক্রিস গেইল, শাই হোপ, ড্যারেন ব্রাভো, শিমরন হেটমায়ার, আন্দ্রে রাসেল, কার্লোস ব্রাথওয়েট, অ্যাশলে নার্স, কিমার রোচ, শেলডন কট্রেল, জেসন হোল্ডার (অধিনায়ক)।



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball