উদ্বোধনী দিনের সেরাঃ বেন স্টোকস

ছবি: ছবিঃ এএফপি

|| ডেস্ক রিপোর্ট ||
বেন স্টোকসকে বলা হয়ে থাকে, সময়ের সেরা জেনুইন অলরাউন্ডার। বিশ্বকাপের উদ্বোধনী দিনে ব্যাটিং, বোলিং, ফিল্ডিং- তিন বিভাগেই যেন তা প্রমাণ করে দিলেন এই ইংলিশ অলরাউন্ডার।
প্রোটিয়াদের বিপক্ষে প্রথম ইনিংসে ব্যাট হাতে করেছেন ৮৯ রান। ৭৯ বলের ইনিংসে ছিল নয়টি চারের মার। শেষ ওভার শুরুর আগেই (৪৮.৬ ওভার) লুঙ্গি এনগিদির বলে ফিরেছেন স্টোকস।

নয়তো পেয়ে যেতে পারতেন সেঞ্চুরির দেখাও। ইংল্যান্ডকে তিনশ রান এনে দিয়ে তারপর উইকেট ছেড়েছেন স্টোকস। তাঁর ইনিংসের বদলোতে ৩১১ রান করতে পেরেছে ইংল্যান্ড।
এদিনে ইংল্যান্ডের মিডল অর্ডারের ব্যাটসম্যানরা রান পেলেও ব্যর্থ ছিলেন ছয় ও সাত নম্বরে নামা জশ বাটলার (১৮) এবং মঈন আলি (৩)। তাঁরা ফিরলেও রান বাড়ানোর গুরুদায়িত্ব সফলতার সঙ্গেই পালন করেছেন স্টোকস।
এরপরে বল হাতেও চমক দেখিয়েছেন স্টোকস। মাত্র ২.৫ ওভার বল করে দিয়েছেন দুই উইকেট। ১২ রান খরচায় স্টোকস এদিনে তুলে নিয়েছেন কাগিসো রাবাদা এবং ইমরান তাহিরের উইকেট।
তবে ব্যাটিং-বোলিংয়ের চাইতে উল্লেখযোগ্য ছিল স্টোকসের লুফে নেওয়া ক্যাচ। ম্যাচে দুটি ক্যাচ ধরেছেন স্টোকস। এর মাঝে অ্যান্ডিল ফেহলুকায়োর যে ক্যাচটি তিনি নিয়েছেন তা হতে পারে আসরের সেরা ক্যাচও।