promotional_ad

ইংল্যান্ড ও অস্ট্রেলিয়ার দক্ষিণ আফ্রিকা সফর চূড়ান্ত

ছবিঃ সংগৃহীত
promotional_ad

|| ডেস্ক রিপোর্ট ||


বিশ্বকাপের পর ইংল্যান্ড এবং অস্ট্রেলিয়ার বিপক্ষে নিজেদের মাটিতে দুটি পূর্ণাঙ্গ সিরিজ খেলার কথা রয়েছে দক্ষিণ আফ্রিকার। এরই মধ্যে সেই সিরিজ দুটির চূড়ান্ত সূচি ঘোষণা করেছে ক্রিকেট দক্ষিণ আফ্রিকা (সিএসএ)।


সূচি অনুসারে আগামী ডিসেম্বরের মাঝামাঝি সময়ে দক্ষিণ আফ্রিকা সফরে যাওয়ার কথা রয়েছে ইংল্যান্ডের। ফেব্রুয়ারির মাঝামাঝি সময়ব্যাপী এই সফরটিতে চারটি টেস্ট, তিনটি ওয়ানডে এবং তিনটি টি টুয়েন্টি ম্যাচের সিরিজ খেলবে তারা। সিএসএর প্রধান নির্বাহী কর্মকর্তা থাবাং মুরে সিরিজ দুটিকে বেশ গুরুত্বসহকারে দেখছেন। তিনি বলেছেন, 



promotional_ad

'এই গ্রীষ্ম মৌসুমটি প্রোটিয়াদের জন্য অনেক বেশি গুরুত্ববহ। তারা তিন ফরম্যাটের ক্রিকেটেই সেরা তিনে অবস্থান করছে এবং যেসব সমর্থকরা বিশ্বের সেরা দুটি দলের বিপক্ষে নিখাদ বিনোদন প্রত্যাশা করছে তাদের জন্যেও এটি অনেক গুরুত্বপূর্ণ।'  


ইংল্যান্ডের বিপক্ষে এই টেস্ট সিরিজটির মধ্য দিয়ে আইসিসি বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপে নিজেদের প্রথম হোম সিরিজ খেলবে দক্ষিণ আফ্রিকা। সেই কারণে সিরিজটির প্রতি বিশেষ গুরুত্ব দিচ্ছেন মুরে। তাঁর ভাষ্যমতে, 


'এই টেস্ট ম্যাচগুলো যথেষ্ট গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে কারণ এটাই হবে আইসিসি বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের আওতাধীন প্রথম হোম সিরিজ। তার আগে আমরা অক্টোবরে ভারতের মাটিতে সিরিজ খেলবো।' 



এছাড়াও অপরদিকে অস্ট্রেলিয়ার বিপক্ষে টি টুয়েন্টি সিরিজ দিয়ে টি টুয়েন্টি বিশ্বকাপের প্রস্তুতি সারতে চায় প্রোটিয়ারা। সিএসএর প্রধান নির্বাহী তাই বলেছেন, 'দুটি কেএফসি টি টুয়েন্টি আন্তর্জাতিক ম্যাচের সিরিজে আমরা আলাদা গুরুত্ব দিচ্ছি কারণ এর মধ্য দিয়ে আমরা আগামী বছরের অক্টোবর এবং নভেম্বরে অস্ট্রেলিয়ায় অনুষ্ঠিতব্য আইসিসি টি টুয়েন্টি বিশ্বকাপে প্রস্তুতি নিতে পারবো।



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball