আইপিএলেই বিশ্বকাপের প্রস্তুতি সেরেছে ভারতীয় বোলাররা

ছবি: ছবিঃ সংগৃহীত

|| ডেস্ক রিপোর্ট ||
আইপিএলেই বিশ্বকাপের প্রস্তুতি সেরে রেখেছেন ভারতীয় পেসাররা, দাবী করেছেন ভারতের অধিনায়ক ভিরাট কোহলি। আইপিএল শুরুর আগে থেকেই বোলারদের এমন নির্দেশনা দেওয়া হয়েছিল বলে জানান তিনি।
বুধবার দিন বিশ্বকাপে অংশ নিতে লন্ডনে পৌঁছেছে ভারতীয় দল। লন্ডনে রওনা দেওয়ার আগে মিডিয়ার সামনে কথা বলেছেন কোহলি। সেখানে ভুবনেশ্বর কুমার, জাসপ্রিত বুমরাহদের প্রসঙ্গে জানান,

'স্কোয়াডে যতজন বোলার আছে, প্রত্যেকেই আইপিএল চলাকালে ৫০ ওভারের ক্রিকেটের প্রস্তুতি নিয়েছে। আপনি যদি তাঁদের বোলিং দেখে থাকেন তাহলে লক্ষ্য করে থাকবেন চার ওভার বোলিং করে তাঁদের কেউই ক্লান্ত হতো না।
'তাঁরা সতেজ থাকত। আইপিএলের আগেই তাঁদের নির্দেশনা দেওয়া হয়েছিল এবং তাঁদের মূল লক্ষ্য ছিল ৫০ ওভারের ক্রিকেটে পুরোপুরি ফিট থাকা।'
কয়েকজন বাদ দিলে ভারতের স্কোয়াডের প্রায় সব ক্রিকেটারই ফর্মে ছিলেন এবারের আইপিএলে। এখানেই আত্মবিশ্বাস খুঁজে নিচ্ছেন কোহলি। নিজের ক্যারিয়ারের সবচেয়ে কঠিন বিশ্বকাপে অংশ নিচ্ছেন তিনি, এটাও স্বীকার করলেন।
'আমরা একটি পরিপূর্ণ দল হিসেবেই বিশ্বকাপে এসেছি। আইপিএলেও দেখে থাকবেন, স্কোয়াডে থাকা ক্রিকেটাররা পারফর্ম করার চেষ্টা করেছে এবং তাঁরা ফর্মে ছিল।
'আমার খেলা তিনটি বিশ্বকাপের মধ্যে এই বিশ্বকাপটি সবচেয়ে চ্যালেঞ্জিং বিশ্বকাপ। এই বিশ্বকাপের ফরম্যাট এবং সবগুলো দলের শক্তিমত্তা যাচাই করে বলছি।'