দেশে ফিরেছেন মাশরাফি

ছবিঃ সংগৃহীত
promotional_ad

|| ক্রিকফ্রেঞ্জি করেসপন্ডেন্ট ||


রাত ১১ টায়, বিশ্বকাপ মিশনে জাতীয় দল যখন লন্ডনে পৌঁছেছে ঠিক তখনই ঢাকায় এসে পৌঁছেছেন জাতীয় দলের অধিনায়ক মাশরাফি বিন মর্তুজা।


গত শুক্রবার ত্রিদেশীয় সিরিজের ফাইনাল শেষ করে ঐ রাতেই দেশের উদ্দেশ্যে রওনা দিয়েছিলেন মাশরাফি। জিয়া আন্তর্জাতিক বিমান বন্দরে তাঁকে বহন করা বিমানটি অবতরণ করেছে রাত ১১ টার একটু পর।


promotional_ad

বিশ্বকাপের মতো বড় আসরে অংশ নেওয়ার আগে পরিবারকে কিছুদিন সময় দেওয়ার জন্য দেশে এসেছেন সম্প্রতি ত্রিদেশীয় সিরিজ জয় করা এই অধিনায়ক।


আগামী বুধবার পুনরায় লন্ডনে ফিরবেন মাশরাফি। এরপরের দিন অর্থাৎ বৃহস্পতিবার বিশ্বকাপের সকল অধিনায়ককে নিয়ে আয়োজিত একটি অনুষ্ঠানে অংশ নিতে কার্ডিফে যাত্রা করবেন তিনি।


ডাবলিন থেকে মাশরাফির সঙ্গে একই ফ্লাইটে উঠেছিলেন সতীর্থ ওপেনার তামিম ইকবালও। তামিম অবশ্য দুবাইতে নামবেন। সেখানে পরিবারের সঙ্গে সময় কাটাবেন তিনি।


কার্ডিফে দলের সঙ্গে যোগ দিবেন তামিম। এদিকে মাশরাফির পাশাপাশি ঢাকার পথ ধরেছেন বিশ্বকাপ দলে না থাকা চার ক্রিকেটার- তাসকিন আহমেদ, ইয়াসির আলি রাব্বি, ফরহাদ রেজা এবং নাঈম হাসান। 


শনিবার দেশের উদ্দেশ্যে যাত্রা করে আগামীকাল ভোর পাঁচটায় দেশে পা রাখার কথা তাঁদের।



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball