বিশ্বকাপে বোলারদের ভূমিকাই বেশি গুরুত্বপূর্ণঃ দ্রাবিড়
ছবি: ছবিঃ সংগৃহীত

|| ডেস্ক রিপোর্ট ||
আসন্ন বিশ্বকাপে শিরোপা জিতবে সেই দল, যে দলের বোলিং আক্রমণ সবচেয়ে বেশি ভালো, মনে করছেন ভারতের সাবেক অধিনায়ক রাহুল দ্রাবিড়।
ইংল্যান্ডে বাউন্সি উইকেটই পাবে দলগুলো। এক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে মাঝের ওভারগুলোতে উইকেট নিয়ে দ্রুত জুটি ভেঙে দেওয়ার মতো বোলাররা।

গত বছর নিজ দলের সঙ্গে ইংল্যান্ডে গিয়েছিলেন ভারত 'এ' দলের কোচ দ্রাবিড়। সেবারের ইংল্যান্ড সফরের অভিজ্ঞতা থেকে জানান,
'গত বছর 'এ' দলের সঙ্গে ইংল্যান্ড সফরে গিয়েছিলাম। সেই অভিজ্ঞতা থেকে আমার মনে হচ্ছে এবারের বিশ্বকাপে হাই স্কোরিং ম্যাচ হবে।
'তাই বোলিং অবশ্যই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে এই বিশ্বকাপে। যে দলের বোলাররা বেশি ভালো বল করবে, তাঁরা শিরোপা জয়ের বেশ কাছাকাছি থাকবে।'
এক্ষেত্রে ভারতকেই বেশি ভাগ্যবান মনে করছেন দ্রাবিড়। কেননা ভুবনেশ্বর কুমার, জাসপ্রিত বুমরাহ, কুলদিপ যাদব ও যুবেন্দ্র চাহালদের নিয়ে বেশ শক্তিশালী ভারতের বোলিং লাইনআপ।
'হাই স্কোরিং বিশ্বকাপে যেসব দলে এমন বোলার আছে, যারা কিনা মিডল ওভারে উইকেট নিতে পারে, তাঁরা ভাগ্যবান। আমার মনে হয় এদিক বিবেচনায় ভারতও ভাগ্যবান।
'জাসপ্রিত বুমরাহ, কুলদিপ যাদব এবং যুবেন্দ্র চাহালের মতো বেশ কয়েকজন বোলার পেয়েছে ভারত, যারা উইকেট নিতে জানে। যেসব দলে উইকেট নেওয়ার মতো বোলার আছে, একটি হাই স্কোরিং ম্যাচে প্রতিপক্ষকে আটকে রাখা তাঁদের জন্য বেশি সহজ।'