শীর্ষে গ্যাব্রিয়েল, তিনে মুস্তাফিজ

ছবি: ছবিঃ সংগৃহীত

|| ডেস্ক রিপোর্ট ||
আয়ারল্যান্ডের মাটিতে সদ্য শেষ হওয়া ত্রিদেশীয় ওয়ানডে সিরিজে দারুণ বোলিং করেছেন উইন্ডিজ বোলাররা। সিরিজে সর্বোচ্চ উইকেট শিকারি বোলারের সেরা পাঁচের শীর্ষ দুই স্থানই ক্যারিবিয়ানদের।
সিরিজ জুড়ে দুর্দান্ত বোলিং করে ৪ ম্যাচে ৮ উইকেট তুলে নিয়েছেন উইন্ডিজ পেসার শ্যানন গ্যাব্রিয়েল। যিনি সর্বোচ্চ উইকেট শিকারির তালিকায় রয়েছেন সবার শীর্ষে। যেখানে ৫.৭৭ ইকোনমিতে বোলিং করেছেন তিনি।

দ্বিতীয় স্থানটি ক্যারিবিয়ান স্পিনার অ্যাশলে নার্সের। সবগুলো ম্যাচ খেলেছেন তিনি, বোলিং করেছেন ৭.০১ ইকোনমিতে। ৫ ম্যাচ খেলা এই স্পিনার তুলে নিয়েছেন ৭টি উইকেট।
বাংলাদেশ দলের বাঁহাতি পেসার মুস্তাফিজুর রহমান রয়েছেন তালিকায় তৃতীয়তে। তিন ম্যাচ খেলার সুযোগ পেয়েছেন মুস্তাফিজ, যেখানে ৭.৩৭ ইকোনমিতে ৬ উইকেট নিয়েছেন তিনি।
টাইগার অধিনায়কের অবস্থান এই তালিকায় চতুর্থে। ৪ ম্যাচে ৫.৪১ ইকোনমি রেটে বোলিং করে মুস্তাফিজের সমান ৬ উইকেট শিকার করেছেন তিনি। তবে উইকেট প্রতি কম রান খরচ করায় এগিয়ে মুস্তাফিজ, তাই তাঁর অবস্থান মাশরফির ওপরে।
স্বাগতিক আয়ারল্যান্ডের ডানহাতি পেসার বয়েড র্যানকিন আছেন পঞ্চম স্থানে। ২ ম্যাচে ৫ উইকেট শিকার করেছেন তিনি এবং তাঁর ইকোনমি রেট ৭.৬১।