promotional_ad

পরিস্থিতি সহজ ছিল নাঃ মোসাদ্দেক

সংগৃহীত
promotional_ad

|| ডেস্ক রিপোর্ট ||


কঠিন পরিস্থিতিতে ইতিবাচক ক্রিকেট খেলেই সফলতা পেয়েছেন বাংলাদেশের প্রথম শিরোপা জয়ের নায়ক মোসাদ্দেক হোসেন সৈকত। তবে নায়ক হওয়া সহজ ছিল না তাঁর জন্য, ম্যাচ শেষে নিজেই স্বীকার করেছেন তিনি।


উইন্ডিজের বিপক্ষে জয়ের জন্য যখন ৫০ বলে ৬৭ রান প্রয়োজন এবং হাতে ছিল মাত্র ৫ উইকেট তখনই ক্রিজে নেমেছিলেন মোসাদ্দেক। শুরুতে কিছুটা অস্বস্তি নিয়ে খেললেও খোলস ছেড়ে বের হয়ে আসতে সময় নেননি তিনি। 



promotional_ad

দীর্ঘদিন জাতীয় দলের বাইরে ছিলেন মোসাদ্দেক, শেষ খেলেছিলেন এশিয়া কাপ। আবার দলে জায়গা করে নিয়েছেন ঘরোয়া ক্রিকেটে পারফর্ম করে। ফাইনাল, সাথে নিজেকে প্রমাণ করা, সবকিছু মিলিয়ে চাপটা বেশিই ছিল মোসাদ্দেকের ওপর।


তবে চাপ সামলে ২৪ বলে ৫২ রানের দুর্দান্ত ক্যামিও ইনিংস খেলে দলকে এনে দিয়েছেন প্রথম শিরোপা। নিজের সামর্থ্যের প্রমাণ করেছেন। 'যখন ব্যাটিংয়ে যাই, তখন একটা বিষয়ই কাজ করছিল যে আমি ইতিবাচক ক্রিকেট খেলব।


'তখন পরিস্থিতি খুব একটা সহজ ছিল না। চেষ্টা করছিলাম, যেমন বল হবে, সে অনুযায়ী খেলব। আমি শুধু এটাই করেছি,' বলেছেন ম্যাচ সেরা মোসাদ্দেক।



বিশ্বকাপের আগে এমন একটি অসাধারণ ইনিংস স্বভাবতই মোসাদ্দেকের আত্মবিশ্বাসের পালে হাওয়া দিচ্ছে। আসন্ন ইংল্যান্ড বিশ্বকাপেও দলের জন্য এ ধরণের ইনিংস খেলে অবদান রাখতে চান ডানহাতি এই ব্যাটসম্যান।


'ওখানে যখন যাব, বিশ্বকাপে উইকেট আরও ভালো হবে। নিচের দিকে নেমে এ ধরনের ইনিংস যদি খেলতে পারি, দলের খুব কাজে দেবে। যদি সুযোগ পাই, নিজের খেলার চেষ্টা করব, যেটা দলকে কাজে দেবে।'



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball