বিশ্বকাপে মোটা অঙ্কের প্রাইজমানি

ছবি: সংগৃহীত

|| ডেস্ক রিপোর্ট ||
বিশ্বকাপ ক্রিকেটের প্রাইজমানি ঘোষণা করেছে ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা আইসিসি। ঘোষণা অনুযায়ী টুর্নামেন্টের বিজয়ী দল পাবে ৩৩ কোটি ৮৯ লাখ ৬৮ হাজার টাকা।
অপরদিকে রানার্স আপ দলটি পাবে ১৬ কোটি ৯৪ লাখ ৮৪ হাজার টাকা এবং সেমিফাইনালিস্ট দলকে দেয়া হবে ৬ কোটি ৭৭ লাখ ৯৩ হাজার ৬০০ টাকা। এছাড়াও লীগ পর্বের প্রতিটি বিজয়ী দলকে প্রাইজমানি দেয়া হবে ৩ কোটি ৩৮ লাখ ৯ হাজার ৬৮০ টাকা করে।
আর লীগ পর্ব পার করা দলগুলোর প্রাইজমানি থাকছে ৮ কোটি ৪৭ লাখ ৪ হাজার ২০০ টাকা। সুতরাং সবমিলিয়ে বিশ্বকাপের সর্বোমোট প্রাইজমানি নিরধার ৮৪ কোটি ৭৪ লাখ ২০ হাজার টাকা।
আইসিসি ক্রিকেট বিশ্বকাপ ২০১৯-প্রাইজ মানি: