ফাইনালে টাইগারদের সম্ভাব্য একাদশ

ছবি: ছবিঃ সংগৃহীত

|| ডেস্ক রিপোর্ট ||
উইন্ডিজের বিপক্ষে আজ ত্রিদেশীয় ওয়ানডে সিরিজের ফাইনালে অন্তত দুটি পরিবর্তন নিয়ে মাঠে নামার সম্ভাবনা রয়েছে বাংলাদেশ দলের। বুধবার আয়রল্যান্ডের বিপক্ষে ম্যাচে পিঠের ইনজুরিতে পড়া অলরাউন্ডার সাকিব আল হাসানের আজ খেলা কিছুটা অনিশ্চিত।
আর সাকিব না খেললে দলে পুনরায় ফিরতে পারেন সৌম্য সরকার। সেক্ষেত্রে আইরিশদের বিপক্ষে আগের ম্যাচে ৭৬ রানের দারুণ একটি ইনিংস খেলা লিটন কুমার দাসও থাকবেন একাদশে। তেমনটি হলে ওপেনিং তামিম ইকবালের সাথে সৌম্য এবং তিন নম্বরে খেলতে নামতে পারেন লিটন।

তবে সাকিবের খেলা না খেলার বিষয়টি তাঁর নিজের ওপরেই ছেড়ে দিয়েছিলেন দলে অধিনায়ক মাশরাফি বিন মর্তুজা। সাকিব আজ ফাইনাল ম্যাচে খেলবেন কিনা সেটি নিয়ে সংবাদ সম্মেলনে তিনি বলেছিলেন, 'সাকিব আসলে কালকে (আজ) মাঠে যাওয়ার পর সিদ্ধান্ত নেবে যে পারবে কি পারবে না।'
এদিকে আয়ারল্যান্ডের বিপক্ষে নিয়ম রক্ষার ম্যাচে না খেলা পেসার মুস্তাফিজুর রহমান আজ ফিরতে পারেন একাদশে। সেক্ষেত্রে সাইড বেঞ্চে বসতে হবে রুবেল হোসেনকে। অপরদিকে স্পিনার মেহেদি হাসান মিরাজকে আজ অন্তর্ভুক্ত করার সম্ভাবনা আছে একাদশে। তেমনটি হলে বসতে পারেন পেসার আবু জায়েদ রাহি।
এছাড়াও ক্যারিবিয়ানদের স্পিন দুর্বলতার কথা চিন্তা করে আজকের ম্যাচেও খেলতে পারেন মোসাদ্দেক হোসেন সৈকত। আর পেস বোলিং অলরাউন্ডার হিসেবে খেলার জোর সম্ভাবনা থাকছে মোহাম্মদ সাইফুদ্দিনের।
বাংলাদেশ সম্ভাব্য একাদশঃ তামিম ইকবাল, সৌম্য সরকার, লিটন দাস/সাকিব আল হাসান, মুশফিকুর রহিম (উইকেটরক্ষক), মোসাদ্দেক হোসেন, মাহমুদুল্লাহ রিয়াদ, সাব্বির রহমান, মোহাম্মদ সাইফুদ্দিন, মেহেদী হাসান মিরাজ/ আবু জায়েদ রাহি, মাশরাফি বিন মর্তুজা (অধিনায়ক), মুস্তাফিজুর রহমান।