৩২০ রানের লক্ষ্য উইন্ডিজের

ছবি: ছবিঃ সংগৃহীত

|| ডেস্ক রিপোর্ট ||
বাংলাদেশের বিপক্ষে আজ ত্রিদেশীয় ওয়ানডে সিরিজের ফাইনালে মাঠে নামার আগে বেশ সতর্ক অবস্থানে আছে উইন্ডিজ। দলটির সহকারী কোচ রডডি ইস্টউইক জানিয়েছেন শুরুতে ব্যাটিং করতে পারলে ৩০০ অথবা ৩২০ রানের লক্ষ্য নিয়ে খেলবে তাঁর দল। সেই কারণে প্রতিপক্ষ স্পিনারদের বিপক্ষে রান বেশি করার ব্যাপারে গুরুত্ব দিচ্ছেন তিনি।
উইন্ডিজের বিপক্ষে গত দুই ম্যাচে টাইগার স্পিনাররা প্রায় ৩.৭ রান রেটে বোলিং করেছিলেন। এর ফলে যথেষ্ট চাপের মুখে পড়তে হয়েছিল ক্যারিবিয়ানদের এবং শুরুতে বড় স্কোরের আভাস দিয়েও পরবর্তীতে আর তা সম্ভবপর হয়ে ওঠেনি হোল্ডার বাহিনীর পক্ষে। এবার সেই অবস্থা থেকে বের হয়ে আসতে চাইছেন ইস্টউইক। ফাইনাল ম্যাচের আগে তিনি বলেছেন,
'আমাদের স্পিনারদের বিপক্ষে বেশি রান করতে হবে। গত দুই ম্যাচে বাংলাদেশের স্পিনাররা অন্তত ৩.৭ রান রেটে বোলিং করেছে। আর আমাদের স্ট্রাইক রেট ৪.৫ থেকে ৫ এ নিয়ে খেলতে হবে। তাহলে আমাদের একটি সুযোগ থাকবে বড় পুঁজি দাঁড়া করানোর। ৩০০ অথবা ৩২০ রানে চোখ আমাদের।'

ম্যাচের আগে নিজেদের টেকনিক এবং পরিকল্পনা নিয়ে কাজ করেছেন জানিয়ে উইন্ডিজ সহকারী কোচ আরও যোগ করেছেন,'অবশ্যই আমরা ফাইনালে জয় নিশ্চিত করতে চাইব। আমরা অনেক আলোচনা এবং পরিকল্পনা করেছি। একই সাথে টেকনিক নিয়ে কাজ করেছি। এখন মাঠে সেগুলো কাজে লাগাতে হবে।'
বাংলাদেশের বিপক্ষে গত ম্যাচে চারটি ক্যাচ ছাড়ার পাশাপাশি একটি রান আউট মিস করেছেন ক্যারিবিয়ান ফিল্ডাররা। ফাইনালের আগে তাই ফিল্ডিং নিয়ে কিছুটা হতাশার জায়গা থেকেই যাচ্ছে দলটির। যদিও বোলিং নিয়ে এখন পর্যন্ত সমস্যা দেখছেন না ইস্টউইক। তাঁর ভাষ্যমতে,
'আমার মতে আমরা এখন পর্যন্ত ভালো বোলিং করেছি। তবে একটি ব্যাপারে হতাশা আছে সেটি হলো ফিল্ডিং। চারটি ক্যাচ আমরা ছেড়েছি শেষ ম্যাচে এবং সহজ রান আউট মিস করেছি। সুতরাং এগুলো ক্ষেত্রে আমাদের উন্নতি করতে হবে। আমরা কাজ করছি এসব নিয়ে। কন্ডিশন যথাযথ রয়েছে। কিছুটা ঠান্ডা রয়েছে, তবে তা উভয় দলের জন্যই প্রযোজ্য। জয় পেতে হলে আমাদের এসব জায়গায় উন্নতি করতে হবে।'
উল্লেখ্য আজ বাংলাদেশ সময় বিকেল ৩টা ৪৫ মিনিটে ডাবলিনের ম্যালাহাইডে ত্রিদেশীয় ওয়ানডে সিরিজের ফাইনালে মাঠে নামবে উইন্ডিজ এবং বাংলাদেশ। এর আগে সিরিজে দুই দলের মুখোমুখি লড়াইয়ে দুই ম্যাচেই বড় ব্যবধানে বাংলাদেশের কাছে পরাজিত হয়েছিল ক্যারিবিয়ানরা।