promotional_ad

ফাইনালে বৃষ্টির শঙ্কা

সংগৃহীত
promotional_ad

|| ডেস্ক রিপোর্ট ||


বাংলাদেশ বনাম উইন্ডিজের মধ্যকার ফাইনাল ম্যাচ দিয়ে আজ পর্দা নামবে ত্রিদেশীয় ওয়ানডে সিরিজের। তবে ডাবলিনের ম্যালাহাইডে অনুষ্ঠিতব্য এই ম্যাচের আগে বৃষ্টি নিয়ে কিছুটা শঙ্কা থাকছে। 


আবহাওয়ার পূর্বাভাস অনুযায়ী স্থানীয় সময় ভোর ৫টা থেকে সকাল ৭টা পর্যন্ত মেঘাচ্ছন্ন থাকবে ম্যালাহাইডের আকাশ। এরপর ৮টার দিকে গুড়ি গুড়ি বৃষ্টির সম্ভাবনা রয়েছে সেখানে। আর এই বৃষ্টিপাতের পরিমাণ থাকতে পারে ৪৭ শতাংশ। 



promotional_ad

এরপর সকাল ৯টা থেকে ১০টা পর্যন্ত ভারী বর্ষণ হতে পারে ম্যালাহাইডে। রিপোর্ট অনুযায়ী ৯টার দিকে ৫১ শতাংশ এবং ১০টার দিকে ৪৭ শতাংশ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। তবে দুপুর গড়ানোর সাথে সাথে ধীরে ধীরে মেঘ সরে গিয়ে রোদ উঠতে পারে।


কিন্তু বিকেল ৩টার দিকে আবারো হানা দিতে পারে বৃষ্টি। আর এবার বৃষ্টিপাতের পরিমাণ থাকতে পারে ৪০ শতাংশ। তবে আশার কথা হলো বিকেল ৪টা থেকে রাত পর্যন্ত আর কোনও বৃষ্টির সম্ভাবনা থাকছে না।


উল্লেখ্য আজ বাংলাদেশ সময় বিকেল ৩টা ৪৫ মিনিটে ত্রিদেশীয় ওয়ানডে সিরিজের ফাইনালে মুখোমুখি হবে বাংলাদেশ এবং উইন্ডিজ। এর আগে টাইগারদের কাছে দুই ম্যাচে যথাক্রমে ৫ এবং ৮ উইকেটে হেরেছিল ক্যারিবিয়ানরা।




আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball