সাকিবের ফাইনাল খেলা অনিশ্চিত

ছবি: ছবিঃ সংগৃহীত

|| ক্রিকফ্রেঞ্জি করেসপন্ডেন্ট ||
বুধবার আয়ারল্যান্ডের বিপক্ষে ম্যাচ চলাকালীন সময় সাইড স্ট্রেইনের ইনজুরিতে পড়ে মাঠ ছাড়তে হয়েছিল অলরাউন্ডার সাকিব আল হাসানকে। এখনও দুশ্চিন্তা মুক্ত হতে পারেননি সাকিব, শুক্রবারের ফাইনাল ম্যাচ নিয়ে অনিশ্চয়তা থাকছেই।
বৃহস্পতিবার বিকেলে টাইগারদের ফিজিও মারিও ভিল্লাভারান সাকিবকে পর্যবেক্ষণ করেছেন। তবে সাকিবের ব্যাপারে এখনও কোনো সিদ্ধান্ত জানাতে পারেননি তিনিও।

উইন্ডিজের বিপক্ষে ফাইনাল ম্যাচের দিন সকালেই নির্ভর করবে সাকিবের ফাইনাল খেলা অথবা না খেলা। বিসিবির পক্ষ থেকে ফিজিও মারিও ভিল্লাভারান আনুষ্ঠানিক বিবৃতিতে জানিয়েছেন,
'আয়ারল্যান্ডের বিপক্ষে গত বুধবার ব্যাটিংয়ের সময় বাম পাশের সাইড স্ট্রেইনের ইনজুরিতে পড়েছেন সাকিব। এখনও তাঁর পর্যবেক্ষণ চলছে। ফাইনাল ম্যাচের দিন সকালে আমরা সিদ্ধান্ত নিব সাকিব খেলবে নাকি খেলবে না।'
গত বুধবার বাংলাদেশের ইনিংসের ৩৫ তম ওভারে ব্যাটিংয়ের সময় পিঠে ব্যথা অনুভব করায় মাঠেই ফিজিওর সেবা নিয়েছিলেন সাকিব। এরপর ব্যথা আরও বাড়লে রিটায়ার্ড হার্ট হয়ে মাঠ ছাড়েন তিনি। শেষ পর্যন্ত তিনি অপরাজিত থাকেন ৫১ বলে ৫০ রান করে।
এর আগে গত বছরের জানুয়ারিতে ঘরের মাঠে শ্রীলংকার বিপক্ষে ফাইনালের আগে আঙ্গুলে চোট পেয়েছিলেন সাকিব। যেকারণে দীর্ঘদিন মাঠের বাইরে থাকতে হয়েছিল তাঁকে। একই চোটের কারণে এশিয়া কাপের মাঝ পথে দেশে ফিরে আসতে হয়েছিল এই অলরাউন্ডারকে।