promotional_ad

স্টেইন-রাবাদা নিয়ে শঙ্কিত নন গিবসন

ছবিঃ সংগৃহীত
promotional_ad

|| ডেস্ক রিপোর্ট ||


ইনজুরি কাটিয়ে বিশ্বকাপে সম্পূর্ণ সুস্থ অবস্থায় খেলতে পারবেন দক্ষিণ আফ্রিকার দুই তারকা পেসার ডেল স্টেইন এবং কাগিসো রাবাদা, আশাবাদী দলটির প্রধান কোচ ওটিস গিবসন।


সদ্য শেষ হওয়া আইপিএল আসরে পিঠের ইনজুরিতে পড়েছিলেন টুর্নামেন্টের দ্বিতীয় সর্বোচ্চ উইকেটশিকারি বোলার রাবাদা। যে কারণে বিশ্বকাপে অংশ নেয়া শঙ্কার মুখে পড়ে রাবাদার। একই অবস্থা আরেক পেসার ডেল স্টেইনের, দীর্ঘ দিনের কাঁধের ইনজুরি কাটিয়ে ফেরা স্টেইন আইপিএলে মাত্র দুটি ম্যাচ খেলেই আবারও চোট পেয়ে ফিরে এসেছিলেন নিজ দেশে। 



promotional_ad

বিশ্বকাপের আগে উভয় বোলার ফিট হয়ে উঠবেন বলে আশাবাদী দক্ষিণ আফ্রিকান কোচ। গিবসন বলেছেন, 'আমি মনে করি তাঁরা (রাবাদা ও স্টেইন) সঠিক পথেই আছে। কোনও কিছু নিয়ে মানুষের শঙ্কিত হওয়া উচিৎ নয়। তাঁরা উভয়ই পুরোপুরিভাবে সুস্থ হওয়ার পথে এবং বিশ্বকাপেও খেলতে পারবে।'


বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচেই স্বাগতিক ইংল্যান্ডের বিপক্ষে মাঠে নামবে দক্ষিণ আফ্রিকা। ঘরের মাটিতে খেলা হওয়ায় নিঃসন্দেহে এগিয়ে থাকবে ইংলিশরাই। তার ওপর দলটিতে নতুন সংযোজন হিসেবে এসেছেন ক্যারিবিয়ান বংশোদ্ভূত জোফরা আর্চার। 


ওভালে পাকিস্তানের বিপক্ষে পাঁচ ম্যাচ ওয়ানডে সিরিজের দ্বিতীয়টিতে বল হাতে ৪ ওভার বোলিং করে ২ মেইডেন সহ ১ উইকেট শিকার করেছিলেন তিনি। সুতরাং বল হাতে ইংলিশদের তূণে বাড়তি মাত্রা যোগ করবেন আর্চার বলে বিশ্বাস করেন প্রোটিয়া কোচ গিবসন। তাঁর ভাষ্যমতে, 



'জোফরা আর্চার তাদের পেস আক্রমণে বাড়তি মসলা যোগ করবে। তবে সত্যি কথা বলতে আমি বুঝতে পারছি না তারা কিভাবে আর্চারকে বাছাই করবে। সে আমার নিজের বাসস্থান বার্বাডোসের থেকে এসেছে। সুতরাং আমি অনেক খুশি হবো তাঁকে ইংল্যান্ডের জার্সিতে বিশ্বকাপ খেলতে দেখলে।'



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball