promotional_ad

ব্যাটসম্যানদের কাছে রান চাইছেন নার্স

সংগৃহীত
promotional_ad

|| ডেস্ক রিপোর্ট ||


উইন্ডিজ অফ স্পিনার অ্যাশলে নার্স দলের ব্যাটসম্যানদের কাছে বড় রান প্রত্যাশা করছেন। বাংলাদেশের বিপক্ষে সোমবারের ম্যাচে মাঠে নামার আগে স্বাগতিক আয়ারল্যান্ডকে ৫ উইকেটে হারিয়েছিল উইন্ডিজ।


সেই ম্যাচটিতে আইরিশদের ছুঁড়ে দেয়া ৩২৮ রানের বিশাল লক্ষ্যও ১৩ বল হাতে রেখে টপকে গিয়েছিল ক্যারিবিয়ানরা। কিন্তু মুদ্রার উল্টো পিঠ দেখা গিয়েছে বাংলাদেশের সাথে। শুরুতে ব্যাটিং করা উইন্ডিজ নির্ধারিত ৫০ ওভারে মাত্র ২৪৭ রান সংগ্রহ করতে সক্ষম হয়েছিল। নার্সের বিশ্বাস, ম্যালাহাইডের এই উইকেট ছিল কমপক্ষে ৩০০ রান করার মতো। নার্সের ভাষায়, 



promotional_ad

'তারা দুই ম্যাচে আমাদের থেকে বেশ ভালো করেছে, তার মানে ফাইনালেও করবে তেমনটা ভাবা যাবে না। আমাদের শুরুতে বেশি রান করতে হবে। তাহলে বোলারদের জন্য কাজটি সহজ হয়ে যাবে। মাঠে আমাদের চাপ সৃষ্টি করতে হবে এবং ওদের মিডল অর্ডার ব্যাটসম্যানদের আউট করতে হবে। আমরা সেটি করতে পারিনি।'


নার্স আরো যোগ করেন, 'আমি ভেবেছিলাম এটি ৩০০ রান করার মতো উইকেট এবং আমরা যদি ২৮০ রান করতে পারি, তাহলে ভালো হবে। উইকেট বেশ ভালো ছিল আয়ারল্যান্ডের বিপক্ষে ম্যাচটির মতো।'  


এদিকে নিজের পারফর্মেন্স নিয়ে সন্তুষ্ট হলেও দল জয় না পাওয়ায় আক্ষেপ করেছেন নার্স। তবে বল হাতে ৫৩ রান খরচায় ৩ উইকেট শিকার করা এই স্পিনার আশাবাদী ফাইনালে নতুন রূপে আবির্ভূত হওয়ার। তিনি বলেছেন, 



'আমি অনেক ভালো ছন্দে ছিলাম। উইকেট মন্থর ছিল। আজ আমি বেশিরভাগ কাজ সঠিকভাবে করেছি। আমার জন্য এটি ভালো পারফর্মেন্স ছিল। তবে জয় পাওয়াটা বেশি গুরুত্বপূর্ণ। অবশ্যই আমরা সেটি পারিনি। তবে আশা করি ফাইনালে ফিরে আসবো।'



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball